Yuzvendra Chahal: ‘বিশ্বের অন্য কোনও টিমে খেললে চাহাল একাদশে অবশ্যই থাকত’, বলছেন হরভজন
Cricket World Cup 2023: হরভজন সিং মনে করেন, বিশ্বকাপের জন্য ভারতীয় টিমে যেহেতু কোনও ডান-হাতি স্পিনার নেই, তা দলকে বেশ চাপে ফেলতে পারে।
নয়াদিল্লি: দিন তিনেক আগে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) ১৫ সদস্যের দল বেছেছে ভারত। এখনও অবধি সেই দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন তারকা হরভজন সিংও (Harbhajan Singh)। তাঁর মতে, ভারতীয় টিমে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও অর্শদীপ সিং এই ২ জন ক্রিকেটারকে নেওয়া উচিত ছিল। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরও ভাজ্জি বলেছিলেন, স্পিনার চাহালকে টিমে না রেখে ভুল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এ বার বিশ্বকাপের টিম থেকে চাহাল বাদ পড়ার পর হরভজন বলেছেন, তিনি যদি টিম ম্যানেজমেন্টের অংশ হতেন তা হলে চাহালকে অবশ্যই খেলাতেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের এক শোতে হরভজন সিং বলেছেন, ‘আমার মতে দু’জন ক্রিকেটারের এই দলে খুবই প্রয়োজন ছিল। তারা যুজবেন্দ্র চাহাল এবং অর্শদীপ সিং। বাঁ হাতি পেসার যদি ম্যাচের শুরুতে ইনসুইং করাতে পারে, তা হলে নতুন বলে উইকেট তুলে নেওয়ার সুযোগ থাকে। তবে আমি এটা বলছি না যে, ডান হাতি পেসাররা সেটা পারবে না। আসলে বাঁ হাতি উইকেটের ক্ষেত্রে সঠিক কোণটা দেখতে পায়।’
এই প্রসঙ্গে শাহিন আফ্রিদি ও মিচেল স্টার্কের উদাহরণ তুলে হরভজন বলেছেন, ‘আপনারা শাহিন আফ্রিদি বা মিচেল স্টার্ককে দেখুন। ম্যাচে ওরা কতটা প্রভাব ফেলে। অস্ট্রেলিয়া যে বার বিশ্বকাপ জিতল, সে বার প্রতিটা ম্যাচে ব্যাপক প্রভাব ফেলেছিল স্টার্ক। মনে পড়ে, ব্রেন্ডন ম্যাকালামকে ও প্রথম বলে আউট করেছিল।’
ভাজ্জির মতে চাহালকে শুধু দলে নেওয়াই হয়, প্রতিটি ম্যাচেই একাদশে রাখা উচিত ছিল। তিনি বলেন, ‘যুজবেন্দ্র চাহাল অতীতে বহু ম্যাচে জিতিয়েছে। ও বিশ্বের অন্য কোনও দেশের হয়ে খেললে, ওকে সব সময়েই প্রথম একাদশে রাখা হত। নিজেকে বার বার প্রমাণ করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ও দলে সুযোগ পেস না। আমি টিম ম্যানেজমেন্টের সদস্য হলে ওকে অবশ্যই রাখতাম।’
হরভজন মনে করেন, বিশ্বকাপের জন্য ভারতীয় টিমে যেহেতু কোনও ডান-হাতি স্পিনার নেই, তা দলকে বেশ চাপে ফেলতে পারে। রিস্ট স্পিনার কুলদীপ যদিও দলে রয়েছেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের ডান-হাতি স্পিনার না নেওয়ার সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন টার্বোনেটর।