CSK, IPL 2025: বল বিকৃতির অভিযোগে কাঠগড়ায় CSK, শোরগোল ফেলা ভিডিয়ো দেখেছেন?

Watch Video: জয় দিয়ে আইপিএল সফর শুরু করেছে চেন্নাই সুপার কিংস। এরই মাঝে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছে।

CSK, IPL 2025: বল বিকৃতির অভিযোগে কাঠগড়ায় CSK, শোরগোল ফেলা ভিডিয়ো দেখেছেন?
বল বিকৃতির অভিযোগে কাঠগড়ায় CSK, শোরগোল ফেলা ভিডিয়ো দেখেছেন?Image Credit source: X

Mar 24, 2025 | 5:21 PM

কলকাতা: রবিবাসরীয় চিপকের গ্যালারি হয়েছিল হলুদ জার্সিতে হাউসফুল। আইপিএলের (IPL) এল ক্লাসিকোতে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। নেটদুনিয়ায় ওই ম্যাচের নানা মুহূর্তের ছবি-ভিডিয়ো ভাইরাল হয়েছে। এরই মাঝে এক ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ৫ বারের আইপিএলজয়ী চেন্নাই সুপার কিংসের উপর বল বিকৃতির অভিযোগও উঠেছে। সত্যিই কি ইয়েলোব্রিগেডের পক্ষ থেকে বল বিকৃতি করা হয়েছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস চলাকালীন খলিল আহমেদ তাঁর প্যান্টের বাম দিকের পকেট থেকে কিছু একটা বের করছেন। সেই সময় সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় তাঁর দিকে এগিয়ে আসেন। ঋতুর হাতে ছিল বল। ক্যামেরার উল্টোদিকে তাকিয়ে তাঁরা কথা বলছিলেন প্রথমে। এরপর ওই ভিডিয়োতে দেখা যায়, নিজের পকেট থেকে কিছু একটা বের করে ঋতুরাজকে দিচ্ছেন খলিল। সত্যিই কি বল বিকৃতি করেছিলেন খলিল? ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9Bangla। তবে নেটিজ়েনরা তা দেখে দাবি তুলেছেন, সিএসকেকে ব্যান করে দেওয়া হোক।

নেটদুনিয়ায় এই ঘটনার অপর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, খলিল তাঁর আংটি খোলেন। এরপর ঋতু তাঁর হাতে বল তুলে দেন। খলিল এরপর ঋতুকে তাঁর আংটি দেন। এবং সেটি ঋতু নিজের পকেটে রাখেন। আসলে কী ঘটেছিল, তা অবশ্য ভিডিয়োতে অতটাও পরিষ্কার নয়।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।