কলকাতা: ধোনি হ্যায় তো মুমকিন হ্যায়… এই কথাটা সিএসকের অনুরাগীদের মুখে মুখে ঘোরে। ২০২৪ সালের আইপিএল শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব পান ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর ঋতুই সামলাচ্ছেন ইয়েলোব্রিগেডের ব্যাটন। চব্বিশের আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ আগে ঋতুর কাছে গিয়ে ধোনি তাঁকে জানিয়েছিলেন, এই মরসুমে তিনিই সামলাবেন সিএসকের নেতার দায়িত্ব। এরপর ১৭তম আইপিএলের পুরোটাই ঋতুকে দেখা গিয়েছে সিএসকের অধিনায়ক হিসেবে। বরাবরই তিনি পেয়েছেন ধোনির সাহায্য। সেই প্রসঙ্গে বলতে গিয়ে ঋতুর মনে পড়েছে…
মহেন্দ্র সিং ধোনি যে দলে থাকেন, সেই টিমের সকলে নিজেকে ভাগ্যবান মনে করেন। ঠিক যেমনটা সিএসকের অধিনায়ক ঋতুরাজও মনে করেন। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হওয়ার পর ঋতুরাজকে প্রথমেই ধোনি জানিয়ে দেন, প্রথম ম্যাচ থেকেই কন্ট্রোল থাকবে তাঁর হাতে। ঋতুর কথায়, “আমি খুব খুশি যে গত বছর প্রথম ম্যাচ থেকেই আমি দলের দায়িত্ব নিতে পেরেছিলাম। মহেন্দ্র সিং ধোনি শুরুতেই আমাকে বলে দিয়েছিলেন, ‘তুমি যা কিছু করবে, একেবারেই সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের সবকিছু দেখা তোমার দায়িত্ব। আমি কোনও কিছুতেই হস্তক্ষেপ করব না।’ শুধু একটা ক্ষেত্র ছাড়া।”
মাহির দেখানো দিশা নিয়ে ঋতু বলেন, “ফিল্ড সাজানোর ক্ষেত্রে তিনি সাহায্য করবেন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যদি মনে হয়, তা হলে হয়তো বলব সেখানে আমাদের সিদ্ধান্ত ৫০-৫০ হবে। ওই ক্ষেত্রটায় সাহায্য করতে পারি। এ ছাড়া ব্যাটিং অর্ডার থেকে শুরু করে সবকিছু তোমাকেই দেখতে হবে।’ সেই কথাগুলো মাথায় রেখেই যখন আমি ফিল্ড সাজাই, ওর দিকে তাকাই। একইসঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন, যে কখনও যদি মনে হয়, আমি যা বললাম সেটা মানার প্রয়োজন নেই, তা হলে সেটাই যেন করি। তিনি যা বলবেন, সেটা যে বাধ্যতামূলক নয়। তা পরিষ্কার করে দিয়েছিলেন তিনি।”
A yellove-ly bond! 💛#CSK skipper @Ruutu1331 opens up on #MSDhoni’s invaluable guidance and how Thala supports him in every scenario! 🙌🏻#IPLonJioStar 👉 Tata IPL 2025 | Starts 22nd March, 6:30 PM | LIVE on JioHotstar & Star Sports Network
📺📱 Start Watching FREE on… pic.twitter.com/xcY03Rivri
— Star Sports (@StarSportsIndia) March 14, 2025