Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ‘ধোনি ভাগ্যবিধাতা না…’, পরিষ্কার বার্তা সিএসকে কোচের

IPL 2025, Lucknow Super Giants vs Chennai Super Kings: ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছেন ক্যাপ্টেন কুল। ধোনির উপর সমর্থকদের প্রত্যাশা বেশি থাকবে এটাই স্বাভাবিক। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং কিছুটা যেন সতর্কবার্তাই দিলেন।

MS Dhoni: 'ধোনি ভাগ্যবিধাতা না...', পরিষ্কার বার্তা সিএসকে কোচের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 13, 2025 | 9:20 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন। কিন্তু এই পাঁচ সংখ্যাটাই অস্বস্তি বাড়িয়েছে। এ মরসুমে টানা পাঁচ ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। এর মধ্যে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক। ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছেন ক্যাপ্টেন কুল। কিন্তু তাঁর নতুন শুরুতে একঝাঁক হতাশা। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে লজ্জাজনক ভাবে হার চেন্নাই সুপার কিংসের। ধোনির উপর সমর্থকদের প্রত্যাশা বেশি থাকবে এটাই স্বাভাবিক। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং কিছুটা যেন সতর্কবার্তাই দিলেন।

লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে ধোনিকে নিয়ে স্টিফেন ফ্লেমিং বলেন, ‘ধোনি কোনও ভাগ্যবিধাতা নয়, ওর হাতে কোনও জাদুকাঠি বা এমন কিছু নেই যে সেটা ঘষলেই সবকিছু একেবারে বদলে যাবে। এটা ঠিক যে ধোনির সঙ্গে কাজ করে বুঝেছি, ও প্রচণ্ড পরিশ্রমী। সকলের পরিশ্রমের ফলেই সাফল্য এসেছে। আমাদের দু-জনের কেরিয়ারের ক্ষেত্রেই তা বলতে পারি। এমন অনেক খারাপ পরিস্থিতিতে পড়েছিলাম, যেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি।’

ধোনির ক্যাপ্টেন্সিতে আবারও চেন্নাই সুপার কিংস ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটা অবশ্যই প্রশ্ন। কিন্তু গত ম্যাচের পরিস্থিতি প্রবলভাবেই হতাশাজনক। কেকেআরের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল চেন্নাই সুপার কিংস। এখান থেকে পরিস্থিতি বদলাতে টিমের মধ্যে সেই এনার্জি এবং পরিশ্রম চাই। সেটাই মনে করিয়ে দেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং।