IPL, CSK: ধাঁধা মেলাও, উত্তর পাও; IPL রিটেনশনের একদিন আগে সিএসকে খেলছে ‘অন্য খেলা’!

IPL Retention: সোশ্যাল মিডিয়ায় সিএসকে এমন এক পোস্ট শেয়ার করেছে, যা অত্যন্ত ইঙ্গিতবাহী। অনেক ক্রিকেট প্রেমী মনে করছেন, ওই পোস্টের মাধ্যমে ইয়েলোব্রিগেড ইঙ্গিত দিয়েছে যে কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারে।

IPL, CSK: ধাঁধা মেলাও, উত্তর পাও; IPL রিটেনশনের একদিন আগে সিএসকে খেলছে অন্য খেলা!
IPL, CSK: ধাঁধা মেলাও, উত্তর পাও; IPL রিটেনশনের একদিন আগে সিএসকে খেলছে 'অন্য খেলা'!Image Credit source: X

Oct 30, 2024 | 1:39 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে ৩১ অক্টোবরের অপেক্ষায় ছিলেন। আগামিকাল আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করবে ১০ দল। পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই মুহূর্তে স্পটলাইটে। সোশ্যাল মিডিয়ায় সিএসকে এমন এক পোস্ট শেয়ার করেছে, যা অত্যন্ত ইঙ্গিতবাহী। অনেক ক্রিকেট প্রেমী মনে করছেন, ওই পোস্টের মাধ্যমে ইয়েলোব্রিগেড ইঙ্গিত দিয়েছে যে কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে পারে।

চেন্নাই সুপার কিংসের এক্স হ্যান্ডেলে ঢুঁ মারলে দেখা যায় একটি পোস্টে মোট ৫টি লাইনে একাধিক ইমোজি শেয়ার করা হয়েছে। সঙ্গে লেখা রয়েছে, ‘আপনি যা খুঁজছেন, তারা আপনাকে খুঁজছে!’ সেখানে একাধিক সিএসকে প্রেমী কমেন্টে তাঁদের পছন্দের ক্রিকেটারদের নাম লিখেছেন। তাঁদের মতে এই ক্রিকেটারদের ধরে রাখতে পারে চেন্নাই সুপার কিংস।

সিএসকের ওই পোস্ট কার্যত এক ধাঁধা। ওই ইমোজিগুলি দিয়ে দলের এক এক ক্রিকেটারের চরিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। সেই মতো তাঁরা প্লেয়ার বেছে নিয়েছেন। একটি লিঙ্কও দেওয়া রয়েছে ওই পোস্টে। যা ক্লিক করলে চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইট খুলে যাচ্ছে। সেখানে যে কেউ নিজের পছন্দের সিএসকে ক্রিকেটারদের বেছে নিতে পারবেন। কত টাকায় চেন্নাই সুপার কিংস তাঁদের ধরে রাখতে পারে, সেটিও ওখানে সিলেক্ট করা যাবে। এটি কার্যত একটি খেলা।

সিএসকের একাধিক অনুরাগী ওই পাঁচ লাইনের ইমোজি থেকে পাঁচ ক্রিকেটার বেছে নিয়েছেন। বেশিরভাগ ক্রিকেট প্রেমী বেছেছেন – রবীন্দ্র জাডেজা, ঋতুরাজ গায়কোয়াড়, মাতিসা পাথিরানা, মহেন্দ্র সিং ধোনি ও রাচিন রবীন্দ্র (ইমোজি অর্ডার অনুযায়ী এক থেকে পাঁচ)।