CSK, IPL 2025: ধোনির টিমের হলটা কী? রায়াডু কিন্তু CSK-কে নিয়ে বড় কথা বলে দিলেন

IPL 2025: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইকে সুপার কিংস বলবেন নাকি সুপার ফ্লপ? এই বছরের মহেন্দ্র সিং ধোনির দলের পারফরম্যান্স দেখার পরে সকলের মনে এই প্রশ্নটা বারবার জাগছে। অত্যন্ত বাজে একটি মরসুম যাচ্ছে ইয়েলো ব্রিগেডের।

CSK, IPL 2025: ধোনির টিমের হলটা কী? রায়াডু কিন্তু CSK-কে নিয়ে বড় কথা বলে দিলেন
CSK, IPL 2025: ধোনির টিমের হলটা কী? রায়াডু কিন্তু CSK-কে নিয়ে বড় কথা বলে দিলেনImage Credit source: BCCI

Apr 21, 2025 | 2:33 PM

কলকাতা: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইকে সুপার কিংস বলবেন নাকি সুপার ফ্লপ? এই বছরের মহেন্দ্র সিং ধোনির দলের পারফরম্যান্স দেখার পরে সকলের মনে এই প্রশ্নটা বারবার জাগছে। অত্যন্ত বাজে একটি মরসুম যাচ্ছে ইয়েলো ব্রিগেডের। দলে বদল এসেছে অধিনায়কের। ক্যাপ্টেন কুল ধোনি ফিরেছেন অধিনায়কের দায়িত্বে। কিন্তু দলের খেলায় আসেনি পরির্বতন। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন প্লেয়ার অম্বাতি রায়াডু, যিনি শুধু এই দলের প্রাক্তন প্লেয়ারই নন, সিএসকের খুব বড় ফ্যানও। সেই তিনি এবার চেন্নাইয়ের পারফরম্যান্স নিয়ে করলেন বিরাট মন্তব্য।

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে রায়াডু বলেছেন, “ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না সিএসকের। মাঝের ওভারগুলোতে কোনও পরিকল্পনাই ছিল না। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এ ভাবে খেললে হবে না। ম্যাচে সিঙ্গলস নিয়ে একটি খারাপ বলের জন্য অপেক্ষা করছো, আইপিএলে এ ভাবে ব্যাটিং করলে চলে না। আমার ম্যাচটা দেখতে দেখতে মনে হচ্ছিল, দলের ব্যাটিংয়ের কোনও পরিকল্পনাই ছিল না। মানুষ আগে সিএসকের ব্যাটিংকে ভয় পেত। কারণ তারা পরিকল্পনা নিয়ে মাঠে নামত। কিন্তু এই বছর শুধুই হতাশা। পরের ম্যাচেগুলিতে তাদের আরও উন্নতি করতে হবে। তবে আমার মনে হয় না, সিএসকে এই মরসুমে আর কামব্যাক করতে পারবে।”

এই বছর চেন্নাইয়ের ব্যর্থতার কারণ কী? কাউকে প্রশ্ন করা হলে সঙ্গে সঙ্গে বলে দেবেন, দলের খারাপ ব্যাটিং। এই কারণেই চেন্নাই পয়েন্ট টেবলের তলানিতে। রবিবার মুম্বইয়ের ঘরের মাঠে আবার হারের মুখ দেখতে হল ধোনিদের। এই নিয়ে ছয়টি ম্যাচ হেরেছে চেন্নাই। এই পরিস্থিতি থেকে প্লে-অফ একেবারে দূরের গ্রহ, তা বলা যাবে না। তবে প্লে-অফে পা রাখতে হলে যে পরিকল্পনার দরকার, তা নেই টিমে। অধিকাংশ ক্রিকেটার ফর্মে নেই। দল হিসেবে মাঠে নামতে পারছে না সিএসকে।

মুম্বই ম্যাচ হেরে চেন্নাই অধিনায়ক ধোনি মুখেও ধরা পড়েছে হতাশার ছাপ। মাহি বলেছেন ,”আমরা বেশ পিছিয়ে ছিলাম। আমরা সবাই জানতাম যে, পরের দিকে শিশির পড়বে। সেটা মাথায় রেখে মাঝের ওভারগুলোকে কাজে লাগাব, ভেবেছিলাম। কিন্তু আমাদের পরিকল্পনা কাজে দেয়নি।”