CWC 2023, Yuvraj Singh: অশ্বিনকে নেওয়ায় খুশি নন যুবরাজ! অক্ষরের বদলে পছন্দ জানালেন

Cricket World Cup 2023, Team India: যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপের প্রাথমিক পরিকল্পনাতেই ছিলেন না। অশ্বিনও তাই। এশিয়া কাপ ফাইনালের আগে অক্ষর চোট পাওয়ায় ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ দেড় বছর পর ওডিআইতে অশ্বিন। অস্ট্রেলিয়া সিরিজে ডাকা হয়। ওয়াশিংটন সুন্দরও ছিলেন। প্রথম দু-ম্যাচে অশ্বিকে খেলানো হয়। তৃতীয় ওডিআইতে ওয়াশিংটন। অক্ষরের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া যেত, এমনটাই মনে করেন যুবি।

CWC 2023, Yuvraj Singh: অশ্বিনকে নেওয়ায় খুশি নন যুবরাজ! অক্ষরের বদলে পছন্দ জানালেন
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 5:52 PM

মুম্বই: বিশ্বকাপের স্কোয়াডে শেষ মুহূর্তে একটিই পরিবর্তন করেছেন ভারতীয় ক্রিকেট দল। পরিবর্তন করতে বাধ্য হয়েছেও বলা যায়। এশিয়া কাপ ফাইনালের আগে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজেও পাওয়া যায়নি। ভারত অধিনায়ক রোহিত শর্মা আশাবাদী ছিলেন অক্ষরকে পাওয়া যাবে। তবে শেষ মুহূর্তে টিমে পরিবর্তন করে ভারত। অক্ষর প্যাটেলের জায়গায় নেওয়া হয় রবিচন্দ্রন অশ্বিনকে। ওয়ার্ম আপ ম্যাচের জন্য টিম ইন্ডিয়া গুয়াহাটিতে রয়েছে। অক্ষরের বদলে অশ্বিনকে নেওয়ায় কি খুশি নন যুবরাজ সিং? সেই প্রশ্নই উঠছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এর আগে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ২০১১ সালে। চ্যাম্পিয়নও হয়েছে ভারত। দ্বিতীয় বার ওয়ান ডে বিশ্বকাপ জয়ে ভারতের নায়ক যুবরাজ সিং। এ বারের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মন্তব্য করেছেন যুবি। অক্ষরের বদলি হিসেবে শেষ মুহূর্তে অশ্বিনের এন্ট্রি নিয়ে যুবি বলছেন, ‘ব্যক্তিগত ভাবে মনে করি, এই স্কোয়াডে একমাত্র চাহালের অভাব রয়েছে। স্কোয়াডে একজন লেগস্পিনার খুব প্রয়োজন ছিল।’

যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপের প্রাথমিক পরিকল্পনাতেই ছিলেন না। অশ্বিনও তাই। এশিয়া কাপ ফাইনালের আগে অক্ষর চোট পাওয়ায় ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ দেড় বছর পর ওডিআইতে অশ্বিন। অস্ট্রেলিয়া সিরিজে ডাকা হয়। ওয়াশিংটন সুন্দরও ছিলেন। প্রথম দু-ম্যাচে অশ্বিকে খেলানো হয়। তৃতীয় ওডিআইতে ওয়াশিংটন। অক্ষরের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া যেত, এমনটাই মনে করেন যুবি।

ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং আরও বলছেন, ‘আমি ভেবেছিলাম চাহালকে যদি না নেওয়া হয়, স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরকে অন্তত দেখব। টিম হয়তো অভিজ্ঞ কাউকে চাইছিল। সে কারণেই অশ্বিনকে নিয়েছে।’