AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWC 2023, Eden Gardens: পুনরায় শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি, ইডেনের টিকিট ঘিরে ধোঁয়াশা

World Cup 2023 EDEN Ticket: বাংলার ক্রিকেট সংস্থা কর্তারা চাইছেন, কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ করার পরই টিকিট অনলাইনে ছাড়তে। যে কোনও আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেই অনুমোদিত সংস্থা এবং সদস্যদের টিকিট দিতে হয়। সেই টিকিট না দেওয়া অবধি, ঠিক কত টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া যাবে, পরিষ্কার ধারনা তৈরি কঠিন। পাশাপাশি ইডেনের ম্যাচগুলি পরের দিকে হওয়ায়, অনেকটা সময়ও হাতে রয়েছে।

CWC 2023, Eden Gardens: পুনরায় শুরু বিশ্বকাপের টিকিট বিক্রি, ইডেনের টিকিট ঘিরে ধোঁয়াশা
Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 9:57 PM
Share

কলকাতা: বিশ্বকাপের টিকিট মহার্ঘ। ভারতীয় ক্রিকেট প্রেমীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটতে গিয়ে। বিশ্বকাপের টিকেটিং প্ল্যাটফর্মের ওপর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন ক্রিকেট প্রেমীরা। পরিস্থিতি সহজ করার মরিয়া চেষ্টায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির অফিসিয়াল টিকিট ওয়েব সাইট থেকে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরুও হয়ে গিয়েছে। যদিও আইসিসির ওয়েবসাইট থেকে টিকেটিং পার্টনারের সাইটেই ঢুকতে হচ্ছে। দ্বিতীয় দফায় প্রায় ৪ লক্ষ টিকিট ছাড়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে কি ইডেন গার্ডেন্সের টিকিট রয়েছে? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টিকিটের ব্যাপক চাহিদা। ভারতে বিশ্বকাপ। এমন পরিস্থিতিই যেন প্রত্যাশিত। অনলাইনে টিকিট কাটতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। তাতেও টিকিট পাওয়ার গ্যারান্টি নেই। বিশ্বকাপে ইডেন ম্যাচগুলির টিকিট নিয়েও জটিলতা। টিকিটের দাম নিয়ে বোর্ডের সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল। তা অবশ্য মিটে গিয়েছে। তবে টিকিট বিক্রি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সব ভেনুর টিকিট কাটতে গিয়েই কিছু না কিছু সমস্যা হচ্ছে। ইডেনের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা।

বোর্ড জানিয়েছিল, সমস্ত রাজ্য সংস্থার সঙ্গে কথা বলেই প্রায় ৪ লক্ষ টিকিট ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন ভেনুর কত টিকিট ছাড়া হচ্ছে, তা অবশ্য পরিষ্কার করেনি বোর্ড। যে কোনও ভেনুরই কিছু সংখ্যক টিকিট আগে ভাগে অনলাইনে ছাড়তে বলেছে বোর্ড। সূত্রের খবর, সিএবির সঙ্গে এখানেই দ্বন্দ্ব তৈরি হয় বোর্ডের। প্রত্যেক ম্যাচের ৩০% শতাংশ টিকিট অনলাইনে ছাড়তে বলেছে বলে সূত্রের খবর। ইডেনে ৬৫ হাজার দর্শকাসন। তবে সব টিকিট যে সাধারণের জন্য নয়, তা পরিষ্কার। ইডেনে অন্যান্য ম্যাচের ক্ষেত্রেও তা দেখা যায়। ফলে এত দ্রুত বড় সংখ্যক টিকিট ছাড়ার ক্ষেত্রে আপত্তি তোলে সিএবি।

বাংলার ক্রিকেট সংস্থা কর্তারা চাইছেন, কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ করার পরই বাকি টিকিট অনলাইনে ছাড়তে। যে কোনও আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেই অনুমোদিত সংস্থা এবং সদস্যদের টিকিট বিনিময় করতে হয়। সেই টিকিট না দেওয়া অবধি, ঠিক কত টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া যাবে, তার পরিষ্কার ধারনা তৈরি কঠিন। পাশাপাশি ইডেনের ম্যাচগুলি পরের দিকে হওয়ায়, অনেকটা সময়ও হাতে রয়েছে।