Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

David Warner: ‘দেশের কলঙ্ক’র ব্যাটে ১৬৪, জনসনকে মাঠের বাইরে ফেললেন ওয়ার্নার

Australia-Pakistan:অস্ট্রেলিার জার্সিতে টেস্টে ২৬ তম শতরান করলেন ওয়ার্নার। বিদায়ী সিরিজে অংশ নেওয়ার আগে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে। ওয়ার্নারের বিরুদ্ধে তোপ দাগেন খোদ তাঁর পুরনো সতীর্থ মিচেল জনসন।

David Warner: 'দেশের কলঙ্ক'র ব্যাটে ১৬৪, জনসনকে মাঠের বাইরে ফেললেন ওয়ার্নার
ডেভিড ওয়ার্নারImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 5:12 PM

পারথ: পুরনো  সতীর্থর লাগামহীন আক্রমণের শিকার হয়েছেন কিছুদিন আগেই। এ বার ব্যাটের জোরেই সপাটে জবাব দিলেন অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ১৬৪ রানের ইনিংস খেললেন ওয়ার্নার । শতরান করে সেই চেনা সেলিব্রেশন। চেনা লাফ। তবে আজকের লাফে মিশে ছিল জবাব। মুখে নয়, কবজির জোরে নিন্দুকদের চুপ করালেন অস্ট্রলিয়ার তারকা ওপেনার। পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেলছে অস্ট্রেলিয়া? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ওয়ার্নার। পাকিস্তানের পেসারদের খাতা উইকেটের খাতা খোলার সুযোগ দেননি তিনি। ১০০-এর বেশি স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি করেন। যে আক্রমণাত্মক গতিতে এগোচ্ছিলেন তাতে মনে হয়েছিল লাঞ্চ ব্রেকের আগেই শতরান করে ফেলবেন। তবে তা অবশ্য হয়নি। এর মাঝে উসমান খোয়াজা ও মার্নাশ লাবুশেনের উইকেট হারায় অজিরা। অবশেষে ১২৬ বলে সেঞ্চুরি আসে ওয়ার্নারের ব্যাটে। অস্ট্রেলিার জার্সিতে টেস্টে ২৬ তম শতরান করলেন ওয়ার্নার। ১৬৪ রান করে শেষমেশ মাঠ ছাড়েন। বিদায়ী সিরিজে অংশ নেওয়ার আগে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে। ওয়ার্নারের বিরুদ্ধে তোপ দাগেন খোদ তাঁর পুরনো সতীর্থ মিচেল জনসন।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে ওয়ার্নারের নাম দেখে তিনি বলেন, “টেস্টে এত খারাপ পারফরম্যান্সের পরও ওয়ার্নারকে শুধুমাত্র দলে সুযোগ দেওয়া হল, শুধুমাত্র তাঁর বিদায়ী সিরিজ বলে? এটার কোনও মানে হয় না। ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়,ফর্মের বিচারে দল গঠন করা উচিত ছিল।” শুধু তাই নয়, পুরনো বল বিকৃতি কাণ্ডকেও টেনে এনেছেন জনসন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওয়ার্নার কী করেছে তা সবাই জানেন। বল বিকৃতি করে অস্ট্রেলিয়ার সম্মানহানি করেছে ও। দেশকে কলঙ্কিত করেছে। তাও তাকে নিয়ে এত মাতামাতির কোনও প্রয়োজন আছে কিঅ!” সতীর্থর কড়া আক্রমণের বিরুদ্ধে একটি মাত্র বাক্যও খরচ করেননি ওয়ার্নার। আসলে আজকের দিনটার জন্যই হয়তো অপেক্ষা করেছিলেন। সব জবাব দিলেন ব্যাটের জোরে।