WPL 2024 Auction: অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে দড়ি টানাটানি সৌরভ-ঝুলনের! শেষ হাসি মহারাজের মুখে
WPL Auction: কাশ্বী ও অ্যানাবেল ২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগ নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছেন। ২ কোটি টাকায় অ্যানাবেলকে কিনল দিল্লি ক্যাপিটালস। আর কাশ্বীকে ২ কোটি টাকায় নিয়েছে গুজরাট জায়ান্টস। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হাজির ছিলেন নিলামে। স্বাভাবিকভাবেই নিলাম টেবলে তাঁর মগজাস্ত্রই কাজে লাগিয়ে অজি তারকা অলরাউন্ডারকে দলে নিয়ে শক্তি বাড়াল দিল্লি ক্যাপিটালস।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) নিলামে ভারতের আনক্যাপড প্লেয়ার কাশ্বী গৌতম চমকে দিয়েছেন। প্রত্যাশা মতো বড় দর উঠেছে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের (Annabel Sutherland)। কাশ্বী ও অ্যানাবেল ২০২৪ উইমেন্স প্রিমিয়ার লিগ নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছেন। ২ কোটি টাকায় অ্যানাবেলকে কিনল দিল্লি ক্যাপিটালস। আর কাশ্বীকে ২ কোটি টাকায় নিয়েছে গুজরাট জায়ান্টস। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হাজির ছিলেন নিলামে। স্বাভাবিকভাবেই নিলাম টেবলে তাঁর মগজাস্ত্রই কাজে লাগিয়ে অজি তারকা অলরাউন্ডারকে দলে নিয়ে শক্তি বাড়াল দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ডকে নেওয়ার জন্য নিলাম টেবলে উঠল ঝড়…
নিলামকারী মল্লিকা সাগর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ডের নাম ঘোষণা করতেই বিড শুরু করে দিল্লি ক্যাপিটালস। এরপর আসরে নেমে পড়ে মুম্বই ইন্ডিয়ান্সও। পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেলের বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। সেখান থেকে তরতরিয়ে বাড়তে থাকে দর। মুম্বই ইন্ডিয়ান্স গত বারের উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। আর দিল্লি ক্যাপিটালস গত ডব্লিউপিএলের রানার্স। ফলে দুই দলই নিজেদের শক্তি বাড়াতে অ্যানাবেলের মতো অলরাউন্ডারকে নিতে চাইছিল। শেষ হাসি ফোটে মহারাজের মুখে। কারণ ২ কোটি টাকায় অ্যানাবেলকে নিয়ে শক্তি বাড়াল দিল্লি।
অ্যানাবেলকে নিতে না পারার একটা আক্ষেপ থেকে গেল উইমেন্স প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। যে কারণে নিলামের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ঝুলন গোস্বামী জানালেন, অ্যানাবেলকে মুম্বই দলে নিতে চাইছিল তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। জাতীয় দলের হয়ে অ্যানাবেল যেমন খেলেন এবং মেয়েদের বিগ ব্যাশ লিগে তিনি তেমন পারফর্ম করেন। যে কারণে, মুম্বই তাঁকে নিতে চাইছিল বলে জানিয়েছেন ঝুলন।
২০২৩ সালের ডব্লিউপিএলে অ্যানাবেল সাদারল্যান্ডকে ৭০ লক্ষ টাকায় নিয়েছিল গুজরাট জায়ান্টস। এ বার তাঁকে নিয়ে ভাগ্য ফেরাতে চাইছে দিল্লি। অ্যানাবেলের রক্তে বইছে ক্রিকেট। কারণ তাঁর বাবা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাক্তন সিইও জেমস সাদারল্যান্ড এবং তাঁর দাদা উইল সাদারল্যান্ড খেলেন ভিক্টোরিয়ার হয়ে। দাদার মতো অ্যানাবেলও অলরাউন্ডার।