CSK, IPL 2025: ফ্লেমিংয়ের কোনও গুরুত্বই নেই… চেন্নাই কোচকে হঠাৎ কে ঠুকলেন?

২০০৯ সাল থেকে টানা ১৫ মরসুম চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। জিতিয়েছেন ৫টি আইপিএল ট্রফি। আইপিএলে দীর্ঘদিন একই ফ্র্যাঞ্চাইজিতে কোচ রেকর্ডও তাঁর। সেই স্টিফেন ফ্লেমিংকেই ধুয়ে দিলেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার।

CSK, IPL 2025: ফ্লেমিংয়ের কোনও গুরুত্বই নেই... চেন্নাই কোচকে হঠাৎ কে ঠুকলেন?
ফ্লেমিংয়ের কোনও গুরুত্বই নেই... চেন্নাই কোচকে হঠাৎ কে ঠুকলেন?Image Credit source: X

Apr 09, 2025 | 1:47 PM

২০০৯ সাল থেকে টানা ১৫ মরসুম চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং। জিতিয়েছেন ৫টি আইপিএল ট্রফি। আইপিএলে দীর্ঘদিন একই ফ্র্যাঞ্চাইজিতে কোচ রেকর্ডও তাঁর। সেই স্টিফেন ফ্লেমিংকেই ধুয়ে দিলেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার। যিনি আবার দিল্লি ক্যাপিটালসের বর্তমান কোচ। ধোনির টিমের কিউয়ি কোচকে তেমন নম্বর দিতেই নারাজ। আইপিএলে পাঁচটা ট্রফি জেতার পিছনে যতই ছাপ থাকুক, ওই প্রাক্তন ভারতীয় কিন্তু ফ্লেমিংকে সাফল্যের কারিগর ভাবতেই নারাজ। তিনি কে? হেমঙ্গ বাদানি।

দিল্লির কোচ বাদানির দাবি, কোচ হিসেবে স্টিফেনের আইপিএল ছাড়া আর কোনও সাফল্য নেই। আইপিএল ছাড়া আর কোনও টিমের হয়ে একটা ট্রফিও জিততে পারেনি। তিনি আরও বলেছেন যে, এমএস ধোনিই টিমটার মস্তিষ্ক। ধোনির কারণেই পাঁচবার আইপিএল জিতেছে ফ্লেমিং। দিল্লি কোচ বাদানি বলেছেন,  ‘ফ্লেমিংয়ের কিন্তু আইপিএল ছাড়া আর কোথাও ট্রফি জেতেনি। আর আইপিএলেও ও সফল হয়েছে এমএস ধোনির কারণেই। বিশ্বের আরও অনেক লিগে তো কোচিং করায়। আর কোথাও ট্রফি মেলেনি।’

সিএসকে-র সাফল্যের জন্য কেবল ধোনিকেই কৃতিত্ব দিয়েছেন বাদানি। সিএসকের জেতার পিছনে যুক্তি দিয়েছেন যে, ফ্লেমিং আইপিএল ছাড়াও আরও বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের দলে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেখানে কোনও ট্রফি তুলতে পারেননি তিনি। তাঁর দাবি, লিগ আরও এগিয়ে যাওয়ার জন্য আইপিএল দলের কোচ হিসেবে শুধুমাত্র ভারতীয়দের নিয়োগ করা উচিত। মজার ব্য়াপার এই যে, আইপিএলের ১০ টি দলের মধ্য়ে ৫টি দলে ভারতীয়রা হেড কোচের দায়িত্বে রয়েছেন।

বাদানির দাবি, ‘আমি বলব, ফ্লেমিং সিএসকে জয়ের কারণ নয়। দলে ধোনি রয়েছে, ওর কারণেই সিএসকের এই সাফল্য। ফ্লেমিং একা থাকলে চেন্নাই এত ট্রফি জিততে পারত না। ফ্লেমিং শুধু আইপিএলে চেন্নাইয়েরই কোচ তো নয়, আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে বিভিন্ন লিগ ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।’