DC Retention List for IPL 2025: পন্থ বাতিল, আনক্যাপড অভিষেক পোড়েলকে রিটেন করল দিল্লি
Delhi Capitals Retention Players List for IPL 2025: সেই পোস্টের মধ্যে যে অনেক কিছুই লুকোনো ছিল, বেশির ভাগই হয়তো প্রত্যাশা করেননি। তবে গত দু-তিন দিনে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছিল। যা হয়তো অনেক আগেই জানতেন ঋষভ পন্থ। তাঁকে রিটেন করল না দিল্লি ক্যাপিটালস। চার প্লেয়ারকে রিটেন করেছে ক্যাপিটালস।
বেশ কিছু দিন আগের কথা। স্রেফ মজা! কিন্তু ভারতীয় দলের কিপার ব্যাটার ঋষভ পন্থের সেই টুইট এখন অনেক বেশি আলোচনায়। ঋষভ পন্থ হঠাৎ মাঝরাতে এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, তিনি যদি নিলামে ওঠেন, তাঁকে কি কেউ কিনবে? তাঁর দরই বা কত উঠতে পারে! সকলেই ধরে নিয়েছিলেন, ঋষভ নিছকই মজা করে লিখেছেন। কিন্তু সেই পোস্টের মধ্যে যে অনেক কিছুই লুকোনো ছিল, বেশির ভাগই হয়তো প্রত্যাশা করেননি। তবে গত দু-তিন দিনে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছিল। যা হয়তো অনেক আগেই জানতেন ঋষভ পন্থ। তাঁকে রিটেন করল না দিল্লি ক্যাপিটালস। চার প্লেয়ারকে রিটেন করেছে ক্যাপিটালস। কাঁদের কত টাকায় রাখল, জেনে নিন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমে মেগা অকশন। রিটেনশন ও আরটিএম মিলিয়ে ৬-জনকে রাখা যাবে। দিল্লি ক্যাপিটালস চারজনকে রিটেন করল। এর মধ্যে রয়েছেন বাঁ হাতি বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ত্রিস্তান স্টাবস (১০ কোটি) এবং আনক্যাপড কিপার-ব্যাটার অভিষেক পোড়েল।
দিল্লি ক্যাপিটালস যে ঋষভ পন্থের জন্য ঝাঁপাবে না তা পরিষ্কার। বরং কেকেআরে ‘বাতিল’ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের জন্য ঝাঁপাতে পারে দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ফেরাতে পারে দিল্লি। তবে ঋষভই শুধু নন, জায়গা হয়নি তারকা ডেভিড ওয়ার্নার, অনরিখ নর্ৎজের এবং গত বারের তরুণ সেনসেশন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। নিলামে ২ জনের ক্ষেত্রে আরটিএম ব্যবহার করতে পারবে দিল্লি ক্যাপিটালস।