KL Rahul: আমাদের পরিবার বড় হয়েছে… রাহুলের জন্য DC-র ড্রেসিংরুমে এলাহি সেলিব্রেশন

Mar 25, 2025 | 5:13 PM

DC, IPL 2025: বিশাখাপত্তনমে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই দিনই বাবা হয়েছেন দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল।

KL Rahul: আমাদের পরিবার বড় হয়েছে... রাহুলের জন্য DC-র ড্রেসিংরুমে এলাহি সেলিব্রেশন
আমাদের পরিবার বড় হয়েছে... রাহুলের জন্য DC-র ড্রেসিংরুমে এলাহি সেলিব্রেশন

Follow Us

কলকাতা: দিল্লি ক্যাপিটালসের ‘ডাবল ডিলাইট’। এ কথাই বলতে হচ্ছে। কারণ, দিল্লি শিবিরের খুশি সোমবার কার্যত দ্বিগুণ হয়েছিল। একদিকে বিশাখাপত্তনমে লখনউকে টানটান ম্যাচে হারান অক্ষর প্যাটেলরা। তার পাশাপাশি রাতে খবর আসে বাবা হয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)। তাঁর স্ত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নেটদুনিয়ায় রাহুল ও আথিয়া তাঁদের সন্তান জন্মের খবর সকলকে জানিয়েছেন। এ বার দিল্লি টিমের পক্ষ থেকে রাহুলকে বাবা হওয়ার শুভেচ্ছা বার্তা পাঠানো হল।

রাহুলের সন্তান হয়েছে বলে দিল্লি শিবিরের পক্ষ থেকে এক বিশেষ ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “আমাদের পরিবার বড় হয়েছে। তাই আমাদের পরিবার সেলিব্রেট করছে।” দিল্লির ভিডিয়োতে দেখা যায় তাঁর সতীর্থ থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফরা সকলে মিলে কোলে বাচ্চাকে দোল খাওয়ানোর মতো অ্যাকশন করতে থাকেন। এই ভাবেই আসলে তাঁরা রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্সটাগ্রামে দিল্লির ওই ভিডিয়োতে লোকেশ রাহুল এবং আথিয়া দু’জনই রিপ্লাই করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জানুয়ারি লোকেশ রাহুল ও আথিয়া শেট্টির চারহাত এক হয়েছিল। বিয়ের বছর দুয়েক হতেই তাঁদের পরিবার বড় হল। আপাতত সেলেব দম্পতি শুভেচ্ছা বার্তায় ভাসছেন। সন্তান জন্মের জন্যই দিল্লি ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুরও হয়েছিল। এ বার তিনি দলে কবে যোগ দেন সেটাই দেখার।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।