IPL 2023 : আইপিএলে ইশান্তের মাইলস্টোন ম্যাচে গব্বরের পঞ্জাব কি সিংহ গর্জন তুলতে পারবে?
DC vs PBKS, IPL 2023 : চলতি আইপিএলে আজ দিল্লির হোম ম্যাচ রয়েছে। শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে প্রীতি জিন্টার পঞ্জাবের ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।

নয়াদিল্লি : দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। চলতি আইপিএলে সবচেয়ে নড়বড়ে শুরুটা করেছিল ডেভিড ওয়ার্নারের দল। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আজ সেই দিল্লিই শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ঘরের মাঠে নামছে। প্রীতি জিন্টার পঞ্জাবও যে চলতি আইপিএলে আহামরি পারফর্ম করছে তা নয়। পরপর ২ ম্যাচে হেরেছে পঞ্জাব। এ বার গ্রুপ পর্বের আর ৩টি করে ম্যাচ বাকি ২ দলের। তার মধ্যে দিল্লি আর পঞ্জাব পরপর ২টো ম্যাচে নামবে। প্রসঙ্গত, ঘরের মাঠে আইপিএলের মাইলস্টোন ম্যাচে নামতে চলেছেন দিল্লির ইশান্ত শর্মা। তিনি ছাড়াও আজ এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে (দিল্লি বনাম পঞ্জাব ম্যাচে) দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) ইশান্ত শর্মা – আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের শততম ম্যাচে নামতে চলেছেন দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা।
২) রোভম্যান পাওয়েল – টি-২০ ক্রিকেটে ৩ হাজার রানের মাইলস্টোন পূর্ণ হওয়া থেকে ৫৪ রান দূরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের রোভম্যান পাওয়েল।
৩) মুস্তাফিজুর রহমান – আইপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য দিল্লি ক্যাপিটালসের মুস্তাফিজুর রহমানের প্রয়োজন আর ৩টি উইকেট।
৪) শিখর ধাওয়ান – আইপিএলে ১৫০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করার জন্য পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের প্রয়োজন আর ৪টি ছয়। আইপিএলে চার-ছক্কার বন্যা বয়ে চলে। তবে এই টুর্নামেন্টে এখনও কোনও ক্রিকেটার ৭৫০টি চারের রেকর্ড পূর্ণ করতে পারেননি। আজ সেই রেকর্ড নিজের নামে করার সুযোগ রয়েছে গব্বরের। আইপিএলে ৭৫০টি চার মারা প্রথম ক্রিকেটার হতে চলেছেন ধাওয়ান। এই রেকর্ড গড়তে হলে শিখরের ব্যাটে প্রয়োজন আর ২টি চার।
৫) ভানুকা রাজাপক্ষ – টি-২০ ক্রিকেটে ৩ হাজার রানের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ১০ রান দূরে রয়েছেন পঞ্জাব কিংসের ভানুকা রাজাপক্ষ।
৬) স্যাম কারান – আইপিএলে ৫০টি চারের থেকে ৬টি চার দূরে রয়েছেন পঞ্জাব কিংসের স্যাম কারান।
৭) ফিল সল্ট – টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের থেকে ৫টি ছয় দূরে রয়েছেন ফিল সল্ট।
৮) ললিত যাদব – টি-২০ ক্রিকেটে ১ হাজার রানের রেকর্ড পূর্ণ করার জন্য ললিত যাদবের প্রয়োজন ২৯ রান।
