NAG vs BEN Day Three: অভিষেকেই করণের পাঁচ, বোনাস সহ জিতল বাংলা

Ranji Trophy 2022-23, Nagaland vs Bengal: সবচেয়ে সফল করণ লাল ১৭ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। ম্যাচ শেষে তাঁর হাতে স্মারক বল তুলে দেন অধিনায়ক মনোজ তিওয়ারি। সঙ্গে ছিলেন সতীর্থ এবং কোচও।

NAG vs BEN Day Three: অভিষেকেই করণের পাঁচ, বোনাস সহ জিতল বাংলা
Image Credit source: CAB
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 7:12 PM

সোভিমা : প্রত্যাশা ছিল সরাসরি জয়ের। রঞ্জি ট্রফিতে প্রথম অ্যাওয়ে ম্যাচে জিতল বাংলা। নাগাল্যান্ডকে ইনিংস এবং ১৬১ রানের বড় ব্যবধানে হারাল। ফলে বোনাস সহ ৭ পয়েন্ট পেল বাংলা। প্রথম ইনিংসে বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের অনবদ্য বোলিং। ব্যাট হাতে নজর কাড়েন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামিরা। তেমনই দ্বিতীয় ইনিংসে বল হাতে নজর কাড়লেন অভিষেককারী করণ লাল। টিম গেমে অনবদ্য জয়। তিন ম্যাচ থেকে বাংলার সংগ্রহ মোট ১৬ পয়েন্ট। নাগাল্যান্ড বনাম বাংলার রঞ্জি ম্যাচের তৃতীয় দিনের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।

অভিষেক ম্য়াচেই নজর কাড়লেন করণ। দুই ইনিংসেই পার্থক্য় গড়ে দিলেন স্পিনাররা। বাংলার বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানেই অলআউট নাগাল্য়ান্ড। জবাবে প্রথম ইনিংসে ৪৫০-৪ স্কোরে সমাপ্তি ঘোষণা করে বাংলা। ৩৩৬-৪ স্কোরে বাংলা তৃতীয় দিনের খেলা শুরু করে। অভিমন্যু, সুদীপদের শতরানের পর অনবদ্য ইনিংস অধিনায়ক মনোজ তিওয়ারি এবং অলরাউন্ডার শাহবাজ আহমেদের। দু-জনেই ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ব্য়াট করেন। দ্রুত রান তুলে প্রতিপক্ষর ১০ উইকেটেই নজর ছিল বাংলার। মনোজ তিওয়ারি ৬০ বলে ৫১ এবং শাহবাজ মাত্র ৫৫ বলে ৭৫ রান করেন। শাহবাজ ৪টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি মারেন।

নাগাল্য়ান্ডকে প্রথম ইনিংসে কিছুটা ভরসা দিয়েছিলেন চেতন বিস্ত। দ্বিতীয় ইনিংসে অবশ্য পারলেন না। করণ লাল-শাহবাজ আহমেদ-প্রদীপ্ত প্রামাণিক। বাংলার স্পিন-ত্রয়ীর সামনে অসহায় আত্মসমর্পণ নাগাল্য়ান্ডের। সর্বাধিক ২৮ রান করেন শ্রীকান্ত মুন্ডে। এই রান করতেও ৮১ বল নিয়েছেন তিনি। নাগাল্যান্ডের ইনিংস স্থায়ী হয় মাত্র ৪৫.৩ ওভার। এর মধ্যে বাংলার দুই পেসার ঈশান পোড়েল এবং আকাশ দীপ বোলিং করেছেন মাত্র ৪ ওভার। শাহবাজ আহমেদ ১১.৩ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট এবং প্রথম ইনিংসে আধডজন উইকেট নেওয়া প্রদীপ্ত ১৩ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। সবচেয়ে সফল করণ লাল ১৭ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। ম্যাচ শেষে তাঁর হাতে স্মারক বল তুলে দেন অধিনায়ক মনোজ তিওয়ারি। সঙ্গে ছিলেন সতীর্থ এবং কোচও।