AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dewald Brevis Excellent Catch ভিডিয়ো: ধন্যি ছেলের অধ্যাবসায়! তিনবারের চেষ্টায় এবিডির মতোই ক্যাচ বেবি এবির

IPL 2025, CSK vs PBKS: বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য একটা ক্য়াচ চেন্নাই সুপার কিংসের তরুণ অলরাউন্ডার ডিওয়াল্ড ব্রেভিসের। ক্রিকেট বিশ্বে যিনি জনপ্রিয় হয়ে উঠছেন বেবি এবি নামে। নামের প্রতি যেন সুবিচার করছেন ফিল্ডিংয়েও।

Dewald Brevis Excellent Catch ভিডিয়ো: ধন্যি ছেলের অধ্যাবসায়! তিনবারের চেষ্টায় এবিডির মতোই ক্যাচ বেবি এবির
Image Credit: BCCI
| Updated on: May 01, 2025 | 12:25 AM
Share

কামিন্দু মেন্ডিস, দুষ্মন্ত চামিরা অতীত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের সেরা ক্যাচের তালিকায় শীর্ষে ডিওয়াল্ড ব্রেভিস? ভিডিয়ো দেখলে অন্তত সকলেই একমত হবেন। এই ক্যাচটিকেই এ বারের আইপিএলের সেরা বলা যায়। তিন বারের চেষ্টায় অবশেষে বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য একটা ক্য়াচ চেন্নাই সুপার কিংসের তরুণ অলরাউন্ডার ডিওয়াল্ড ব্রেভিসের। ক্রিকেট বিশ্বে যিনি জনপ্রিয় হয়ে উঠছেন বেবি এবি নামে। নামের প্রতি যেন সুবিচার করছেন ফিল্ডিংয়েও। এবিডির মতোই ক্যাচ ডিওয়াল্ডের।

রবীন্দ্র জাডেজার বোলিংয়ে স্লগ সুইপ খেলেছিলেন শশাঙ্ক সিং। মনে হয়েছিল, বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ হবে। যদিও বেবি এবির তুলনায় বলের হাইট বেশি ছিল। প্রথমে জাম্প করে ক্যাচ নেন। কিন্তু ব্যালান্স রাখতে পারেননি। বল ছুঁড়ে দেন হাওয়ায়। বাউন্ডারি পেরিয়ে গিয়েছেন তিনি। হাওয়ায় থাকা অবস্থায় ফের বল ধরে ছুড়ে দেন। এরপর মাঠে ঢুকে আবারও তা তালুবন্দি করেন। প্রাথমিক ভাবে মনে হয়নি, সেটি ক্যাচ হয়েছে বলে। তৃতীয় আম্পায়ার প্রতিটি ফ্রেম ধরে দেখেন। দুর্দান্ত একটা ক্যাচ বললেও কম হয়।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই মাঠেই দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের কামিন্দু মেন্ডিস। তেমনই কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত একটা ফ্লাইয়িং ক্যাচ নেন দুষ্মন্ত চামিরা। সেই ক্যাচের রেশ কাটতে না কাটতে আবারও চেন্নাইয়ের মাঠে ডিওয়াল্ড ব্রেভিসের ক্য়াচ। ম্যাচ হার, প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া। নানা হতাশার মধ্যেও চেন্নাই সুপার কিংসের প্রাপ্তি সদ্য দলে যোগ দেওয়া ডিওয়াল্ড ব্রেভিসের ব্যাটিং এবং ফিল্ডিং।