CSK, IPL 2025: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে সিএসকে জার্সিতে ডেবিউ বেবি এবির? কোচের ইঙ্গিত…

Dewald Brevis: আইপিএলের ২টো মরসুমে এর আগে ডিওয়াল্ড ব্রেভিস মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কাটিয়েছিলেন। তাতে মোট ১০ ম্যাচ খেলে ২৩০ রান করেছিলেন। এ বার দেখার ধোনির টিমের হয়ে তিনি খেলার সুযোগ পান কিনা।

CSK, IPL 2025: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে সিএসকে জার্সিতে ডেবিউ বেবি এবির? কোচের ইঙ্গিত...
অরেঞ্জ আর্মির বিরুদ্ধে সিএসকে জার্সিতে ডেবিউ বেবি এবির? কোচের ইঙ্গিত...Image Credit source: CSK X

Apr 25, 2025 | 2:50 PM

কলকাতা: এ বারের আইপিএলের (IPL) আগে যে মেগা নিলাম হয়েছিল, তাতে টিম পাননি দক্ষিণ আফ্রিকার রাইজিং স্টার ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। বেশ কয়েকদিন আগে তিনি পেয়েছেন ১৮তম আইপিএলের টিকিট। চেন্নাইয়ের গুরজপনীত সিংয়ের পরিবর্ত হিসেবে ব্রেভিসকে টিমে নিয়েছে সিএসকে। ব্রেভিসের নাম ক্রিকেট দুনিয়ায় অপরিচিত নয়। তিনি বেবি এবি নামে জনপ্রিয়তা পেয়েছেন। প্রোটিয়া ক্রিকেটার দলের সঙ্গে কয়েকদিন ধরে অনুশীলন করছেন। এ বার কি তাঁর চেন্নাই জার্সিতে অভিষেকের পালা?

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানান, সব ঠিক থাকলে হলুদ জার্সিতে ব্রেভিসের অভিষেক হতেই পারে। এর আগে আইপিএলের ২টো মরসুম ব্রেভিস মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কাটিয়েছিলেন। তাতে মোট ১০ ম্যাচ খেলে ২৩০ রান করেছিলেন। এ বার দেখার ধোনির টিমের হয়ে তিনি খেলার সুযোগ পান কিনা।

হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইয়ের একাদশে যে বদল আসতে পারে, তা শোনা গিয়েছে ফ্লেমিংয়ের মুখে। তাঁর মতে, দলে বেশ কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁরা টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে রয়েছেন। তাঁদের মধ্যে থেকে কাউকে এই ম্যাচের জন্য বেছে নেওয়া হতে পারে। ফ্লেমিং বলেন, ‘আমরা কয়েকজন প্লেয়ারের কথা ভাবছি। তার মধ্যে ও (ডিওয়াল্ড ব্রেভিস) অন্যতম। আমাদের বেশ কয়েকজন প্লেয়ার টুর্নামেন্টের শুরু থেকে একসঙ্গে রয়েছে। ব্রেভিসকে দলে নিয়ে ভালো হয়েছে। কিন্তু আমাদের এমন একটা দল বেছে নিতে হবে, যেটা সেরা হবে। ব্রেভিস কী প্রভাব ফেলতে পারে, সেটা দেখতে হবে।’