Smriti Mandhana’s Wedding Postponed: বাবার অসুস্থতা নাকি ‘মিস্ট্রি গার্ল’? স্মৃতি-পলাশের অনির্দিষ্টকাল বিয়ে স্থগিতের আসল কারণ কী?
আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পলাশের সঙ্গে এক রহস্যময়ী মহিলার চ্যাটের কয়েকটি স্ক্রিনশট। তারপর থেকেই জল্পনা চরমে। বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আসল কারণ সত্যি স্মৃতির বাবার অসুস্থতা নাকি রহস্যময়ী মহিলার সঙ্গে পলাশের 'দুষ্টু' চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হওয়া?

কলকাতা: আচমকাই বিরাট ঝড় বয়ে গেল মান্ধানা পরিবারে। মহারাষ্ট্রের সাঙ্গলিতে মান্ধানার ফার্ম হাউসে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ের কথা ছিল ২৩ নভেম্বর। তা হয়নি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। স্মৃতির বাবা বিয়ের দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন। হার্ট অ্যাটাকের জন্য় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরই স্মৃতির বাবাকে নিয়ে চিন্তা করতে করতে অতিরিক্ত চাপের ফলে পলাশও অসুস্থ হয়ে পড়েন। তেমনটাই জানান পলাশের মা অমৃতা। এতকিছুর মাঝে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পলাশের সঙ্গে এক রহস্যময়ী মহিলার চ্যাটের কয়েকটি স্ক্রিনশট। তারপর থেকেই জল্পনা চরমে। বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আসল কারণ সত্যি স্মৃতির বাবার অসুস্থতা নাকি রহস্যময়ী মহিলার সঙ্গে পলাশের ‘দুষ্টু’ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হওয়া?
ইন্সটাগ্রামে ম্যারি ডি’কোস্টা নামে এক মহিলার দাবি, পলাশ তাঁকে এক হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। শুধু তাই নয়, পলাশ নিজের সঙ্গে স্মৃতির সম্পর্ক নিয়েও তাঁকে জানান, তাঁরা লং ডিসট্যান্স রিলেশনে যথেষ্ট সময় দিতে পারেন না একে অপরকে। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটগুলিতে আরও নানা কথাবার্তা উঠে এসেছে। যা দেখার পর অনেকেই বলাবলি করছেন, স্মৃতিকে ঠকাচ্ছিলেন পলাশ।
কে এই ম্যারি ডি’কোস্টা? এই প্রশ্নটা অনেকের মনেই জাগার কথা। ইন্সটাগ্রামে ওই মহিলার অ্যাকাউন্ট প্রাইভেট রয়েছে। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছিলেন ম্যারি। উল্লেখ্য, স্মৃতি ও পলাশের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর ম্যারি তাঁর ও স্মৃতির হবু স্বামীর (পলাশ মুচ্ছল) সঙ্গে মেসেজে বলা কথার সেই স্ক্রিনশটগুলি শেয়ার করেছেন। এর ফলে সকলের মনে জল্পনা আরও বেশি বেড়েছে।
Meet Mary Decosta,
She claimed that Palash Muchhal was flirting with her while being in a relationship with Smriti Mandhana,
She has also cleared that she never met Palash.
if this is actually true, i feel genuinely sad for Smriti Mandhana. pic.twitter.com/49XIaB6YKN
— Jeet (@JeetN25) November 25, 2025
উল্লেখ্য, স্মৃতি ও পলাশের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর স্মৃতির বাবার অসুস্থতা ছাড়া দুই পরিবারের পক্ষ থেকে আলাদা করে অন্য কোনও কারণ জানানো হয়নি।
