AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smriti Mandhana’s Wedding Postponed: হবু শ্বশুরের হার্ট অ্যাটাক, পলাশ এমন কাঁদলেন ছুটতে হল হাসপাতালে

বিয়ের দিন আচমকা স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরবর্তীতে জানা যায়, স্মৃতি-পলাশের বিয়ে পিছোল। সেইসঙ্গে এও জানা যায়, হবু শ্বশুরের হার্ট অ্যাটাক হওয়ার ফলে আবেগতাড়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন পলাশ।

Smriti Mandhana's Wedding Postponed: হবু শ্বশুরের হার্ট অ্যাটাক, পলাশ এমন কাঁদলেন ছুটতে হল হাসপাতালে
হবু শ্বশুরের হার্ট অ্যাটাক, পলাশ এমন কাঁদলেন ছুটতে হল হাসপাতালেImage Credit: X
| Updated on: Nov 25, 2025 | 2:57 PM
Share

কলকাতা: গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় ট্রেন্ডিংয়ে ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। কোনও ম্যাচের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্যই লাইমলাইটে। আসলে গত রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর স্মৃতি ও মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ের কথা ছিল। কিন্তু তা আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। এ কথা সকলেরই জানা। কারণ, বিয়ের দিন আচমকা স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার হার্ট অ্যাটাক হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরবর্তীতে জানা যায়, স্মৃতি-পলাশের বিয়ে পিছোল। সেইসঙ্গে এও জানা যায়, হবু শ্বশুরের হার্ট অ্যাটাক হওয়ার ফলে আবেগতাড়িত হয়ে অসুস্থ হয়ে পড়েন পলাশ। যার ফলে তাঁকেও হাসপাতালে ভর্তি করাতে হয়। এখন কেমন আছেন তিনি? পলাশের হেলথ আপডেট জানিয়েছেন পলাশের মা অমৃতা মুচ্ছল।

স্মৃতি তাঁর বাবার খুবই কাছের, একথা অনেকেই জানেন। তবে অনেকে যা জানেন না, সেটা হল, পলাশ নিজেও স্মৃতির বাবার খুব কাছের। তাই বিয়ের দিন যখন স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়, সেই সময় পলাশও ভেঙে পড়েন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্মৃতির বাবাকে নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েন। হিন্দুস্থান টাইমসকে এমনটাই জানিয়েছেন পলাশের মা।

পলাশের মা অমৃতার কথায়, ‘স্মৃতির বাবার সঙ্গে পলাশের সম্পর্ক বেশ ভাল। স্মৃতির থেকেও ওর বাবা পলাশের বেশি কাছের। যখন স্মৃতির বাবার এমন শরীর খারাপ হল, সেই সময় স্মৃতির আগে পলাশই বলেছিল, আগে কাকু (স্মৃতির বাবা) সুস্থ হয়ে উঠুন, তারপর বিয়ে হবে। কেঁদে কেঁদে পলাশের শরীর খারাপ হয়ে গিয়েছিল। প্রচুর চাপ হচ্ছিল। হাসপাতালে ওকে ৪ ঘণ্টা রাখতে হয়েছিল। আইভি ড্রিপ দেওয়া হয়েছিল, ইসিজি ও অন্য আরও বেশকিছু পরীক্ষা করা হয়েছিল। সেগুলো স্বাভাবিক এসেছে। কিন্তু স্ট্রেস প্রচুর।’

বর্তমানে মুম্বইয়ে বাড়িতে ফিরেছেন পলাশ মুচ্ছল ও তাঁর পরিবারের সদস্যরা। সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে গেল তো বটে, এ বার কবে হবে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে?