Digvesh Singh Rathi: নোটবুক অতীত, ‘আদর্শ’ নারিনকে ফিরিয়ে পিচ-বুক সেলিব্রেশন দিগ্বেশের!

KKR, IPL 2025: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে এক উইকেট নিয়ে স্পেশাল সেলিব্রেশন দিগ্বেশের। ফের একবার তাঁর উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গিমা নিয়ে হচ্ছে আলোচনা।

Digvesh Singh Rathi: নোটবুক অতীত, আদর্শ নারিনকে ফিরিয়ে পিচ-বুক সেলিব্রেশন দিগ্বেশের!
নোটবুক অতীত, 'আদর্শ' নারিনকে ফিরিয়ে পিচ-বুক সেলিব্রেশন দিগ্বেশের!Image Credit source: X

Apr 08, 2025 | 7:00 PM

কলকাতা: বদলাচ্ছে মাঠ। বদলাচ্ছে প্রতিপক্ষ। কিন্তু তিনি বদলাচ্ছেন না। পাচ্ছেন শাস্তি। যা দিন দিন নিচ্ছে বড় আকার, কিন্তু তিনি বদলাচ্ছেন না। এই করতে করতে তিনি এ বারের আইপিএলের অবাধ্য ক্রিকেটারের তকমা না চাইতেও, না জুটিয়ে ফেলেন! আইপিএলের আঙিনায় যাঁরা নজর রাখেন, তাঁদের অনেকেই আন্দাজ করতে পারছেন, কথা হচ্ছে কোন ক্রিকেটারকে নিয়ে। আবারও একবার লাইমলাইটে লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটার দিগ্বেশ সিং রাঠি (Digvesh Singh Rathi)। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের (IPL) ম্যাচে খেলছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) লখনউ। সেই ম্যাচে এক উইকেট নিয়ে স্পেশাল সেলিব্রেশন করেন দিগ্বেশ। ফের একবার তাঁর উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গিমা নিয়ে হচ্ছে আলোচনা।

সুনীল নারিনকে নিজের আদর্শ মনে করেন দিগ্বেশ সিং রাঠী। তাঁকে দেখেই বোলিংয়ে অনুপ্রাণিত হয়েছেন বলে জানিয়েছিলেন দিগ্বেশ। সেই তাঁর উইকেট নিয়ে এ বার নতুন স্টাইলে সেলিব্রেশন করলেন দিল্লির ছেলে দিগ্বেশ। লখনউয়ের তরুণ বোলার তাঁর দলের হয়ে শেষ দুই ম্যাচে উইকেট নিয়ে নোটবুক সেলিব্রেশন করে বোর্ডের শাস্তির কবলে পড়েছিলেন। এ বার সেই সেলিব্রেশনের পুনরাবৃত্তি আর করেননি দিগ্বেশ। উল্টে তিনি নারিনের উইকেট তুলে নিয়ে পিচে লেখার ঢং করতে থাকেন। যা অনেকে বলছেন, ‘পিচ-বুক সেলিব্রেশন।’

উল্লেখ্য, এ বারের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম নোটবুক সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়েছিলেন দিগ্বেশ। সে বার বোর্ড তাঁর ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছিল। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নমন ধীরকে আউট করে ফের একই সেলিব্রেশন করেন দিগ্বেশ। তাতে বোর্ডের পক্ষ থেকে ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। এ বার দিগ্বেশ কেকেআরের তারকা নারিনের উইকেট তুলে নিয়ে যে ভাবে পিচে লেখার স্টাইলে সেলিব্রেশন করলেন, তাতে ফের তিনি বোর্ডের শাস্তি পেলে অবাক হওয়ার থাকবে না।