AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dinesh Karthik: জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ? ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ দীনেশ কার্তিকের

Vijay Hazare Trophy: ২০২২ সালের নভেম্বরে দীনেশ কার্তিক (Dinesh Karthik) শেষ বার সৌরাষ্ট্রের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন।

Dinesh Karthik: জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ? ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ দীনেশ কার্তিকের
Dinesh Karthik: জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ? ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ দীনেশ কার্তিকের Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 2:28 PM
Share

নয়াদিল্লি: দীনেশ কার্তিকের (Dinesh Karthik) পক্ষে জাতীয় দলে ফের সুযোগ পাওয়া বেশ কঠিন। এমনটাই মত ক্রিকেট মহলের। ২০২২ সালের আইপিএলে তিনি আরসিবির ফিনিশার হয়ে উঠেছিলেন। যে কারণে গত বছর তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) খেলেছিলেন কার্তিক। যদিও কুড়ি-বিশের বিশ্বকাপে সেই অর্থে নজর কাড়তে পারেননি ডিকে। অক্লান্ত পরিশ্রম এবং অদম্য ইচ্ছের জেরে কার্তিকের ভারতীয় দলে কামব্যাক তো হয়েছিল। কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে দলে জায়গা ধরে রাখতে পারেননি কার্তিক। তামিলনাড়ুর এই ৩৮ বছর বয়সী ক্রিকেটার যে কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে রয়েছেন তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু তাঁর মধ্যে এখনও ক্রিকেটের খিদেটা রয়েছে। তিনি জানেন এই মুহূর্তে তিনি বোর্ডের ভাবনায় নেই। তাই কার্তিক জানিয়েছেন, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) খেলতে ইচ্ছুক তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে ভারতের উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক তামিলনাড়ুর নির্বাচকদের উদ্দেশে জানান, তিনি আসন্ন বিজয় হাজারে ট্রফি খেলতে ইচ্ছুক। ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে চান দীনেশ কার্তিক। আসলে আগামী বছরের আইপিএলের জন্য নিজেকে তৈরি রাখতে দীনেশ কার্তিক সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে খেলতে চান। চলতি বছরের বিজয় হাজারে ট্রফি শুরু হোয়ার কথা ২৩ নভেম্বর। অর্থাৎ ওডিআই বিশ্বকাপ ফাইনালের ৩ দিন পর। প্রসঙ্গত, এ বছরের ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর এবং শেষ হবে ১৯ নভেম্বর। যদিও এ বারের ওডিআই বিশ্বকাপের সময় দীনেশ কার্তিককে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। সেই সময় ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট থাকতে পারে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ নিয়ে ডিকের মতামত — তামিলনাড়ুর তরুণ ক্রিকেটারদের জন্য তামিলনাড়ু প্রিমিয়ার লিগ একটা বিরাট সুযোগ দিচ্ছে। এমনটাই মনে করেন দীনেশ কার্তিক। তাঁর মতে, এখন টিএনপিএল দেখলে বোঝা যায় কত প্রতিভা রয়েছে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের মঞ্চে অনেক তরুণ ক্রিকেটার নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে।