IPL 2024: ধোনির ছক্কায় জিতেছে RCB! ডিকে ফাঁস করলেন এ কোন রহস্য?
RCB vs CSK: আসলে শনিবার রাতে একখানা পেল্লাই ছয় মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তার পরের বলেই অবশ্য ধোনি আউট হয়ে যান। চেন্নাই সুপার কিংসকে (CSK) ২৭ রানে হারানোর পর আরসিবির (RCB) ড্রেসিংরুমে ডিকে বলেন, 'ধোনির ওই ছয়টাই...'।
কলকাতা: আরসিবিকে ছক্কা হাঁকিয়ে জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ১১০ মিটারের একটা ছক্কায় প্লে অফের টিকিট পেয়ে গেল বেঙ্গালুরু। এ সব শুনে অনেকের তালগোল পাকিয়ে যেতে পারে। বিষয়টা পরিষ্কার করা যাক। আসলে শনিবার রাতে একখানা পেল্লাই ছয় মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তার পরের বলেই অবশ্য ধোনি আউট হয়ে যান। চেন্নাই সুপার কিংসকে (CSK) ২৭ রানে হারানোর পর আরসিবির (RCB) ড্রেসিংরুমে ডিকে বলেন, ‘ধোনির ওই ছয়টাই…’। কোন রহস্য ফাঁস করলেন দীনেশ কার্তিক?
সিএসকের বিরুদ্ধে শনিবার শেষ ওভারে বল করেন যশ দয়াল। ম্যাচের শেষে আরসিবির ড্রেসিংরুমে দীনেশ কার্তিক বলেন, ‘ধোনির ওই ছয়টা মাঠের বাইরে গিয়ে পড়ার ঘটনাটাই সবথেকে ভালো বিষয় হয়েছে। আমরা যার ফলে একটি নতুন বল পেয়েছিলাম। আর ওই বল আমাদের বোলিংয়ের পক্ষে অনেক ভালো ছিল। যশ দারুণ বোলিং করেছে।’
এরপরই ডিকে মজা করে বলেন, ‘বল ভিজে থাকলে এ বার থেকে লেগ স্টাম্পে একটা ফুল টস বল দিয়ে দেবে।’ একটা নতুন বল যে ঠিক কতটা তফাৎ গড়ে দিতে পারে, তা নিয়ে আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আরসিবির ড্রেসিংরুমে ডিকে বলেন, ‘টুর্নামেন্টে আমদের যাত্রার জন্য সত্যিই গর্বিত হওয়া উচিত। মানুষ সব সময় নির্দিষ্ট যাত্রার কথা মনে রাখবে। যেভাবে আমরা ৮ ম্যাচ পরে ফিরে এসেছি, ৬ ম্যাচ জিতেছি, মানুষ তাই এই দলকে দীর্ঘ সময়ের জন্য মনে রাখবে।’
Eloquent, Cheeky and Funny: DK’s Dressing Room Masterclass 🤩
“We have within our grasp, to do something, where people will remember us for many many decades. They’ll say wow, that RCB team was special.” ❤️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK pic.twitter.com/nmcuz1JeQB
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 19, 2024
গত ৫ আইপিএল সংস্করণ দেখলে নজরে পড়বে ২০২০, ২০২১ ও ২০২২ এই তিন বার টুর্নামেন্টের প্লে অফে উঠেছিল আরসিবি। কিন্তু সেখান থেকে ফাইনালে আর উঠতে পারেনি আরসিবি। এ বার কী হবে? তা দেখার অপেক্ষায় রয়েছেন আরসিবির অনুরাগীরা।