Rohit Sharma-Gautam Gambhir: ‘কমফোর্ট জোন থেকে বেরিয়েই সাফল্য’, গম্ভীর-রোহিতের ইউএসপি বোঝালেন কার্তিক

Oct 02, 2024 | 7:58 PM

IND vs BAN: গৌতম ও রোহিতের এক মানসিকতাই দলে অনেক বদল এনেছে। কানপুর টেস্ট তার অন্যতম উদাহরণ। দ্বিতীয় টেস্টে যদি বিরাট কোহলি-লোকেশ রাহুলের ইনিংস দেখা হয়, সেক্ষেত্রে অনেকের নজরে পড়বে তাঁরা অ্যাঙ্কর ইনিংসের জায়গায় শুরু থেকেই হাত খুলে খেলছিলেন।

Rohit Sharma-Gautam Gambhir: কমফোর্ট জোন থেকে বেরিয়েই সাফল্য, গম্ভীর-রোহিতের ইউএসপি বোঝালেন কার্তিক
Rohit Sharma-Gautam Gambhir: 'কমফোর্ট জোন থেকে বেরিয়েই সাফল্য', গম্ভীর-রোহিতের ইউএসপি বোঝালেন কার্তিক
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রথম টেস্ট অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে এর আগে জুটিতে শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজে হেরেছিলেন গম্ভীর। কিন্তু দেশের মাটিতে গম্ভীর-রোহিত জুটিতে হল বাংলাদেশ বধ। গৌতম ও রোহিতের এক মানসিকতাই দলে অনেক বদল এনেছে। কানপুর টেস্ট তার অন্যতম উদাহরণ। দ্বিতীয় টেস্টে যদি বিরাট কোহলি-লোকেশ রাহুলের ইনিংস দেখা হয়, সেক্ষেত্রে অনেকের নজরে পড়বে তাঁরা অ্যাঙ্কর ইনিংসের জায়গায় শুরু থেকেই হাত খুলে খেলছিলেন। তাঁদের দেখে বোঝাই গিয়েছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে খেলছিলেন তাঁরা। আর এখানে গৌতম-রোহিতের হাত দেখছেন ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)

প্রত্যেক ক্রিকেটারের একটা কমফোর্ট জোন থাকে। সকলে তা থেকে বেরিয়ে খেলার কথা ভাবেন না। কিন্তু ভারতীয় টিমের বর্তমান কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মার মাথায় চলে অন্য পরিকল্পনা। আর যে কারণে তাঁদের জুটির ইউএসপিটাই ভারতীয় টিমের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে কার্তিক ক্রিকবাজের এক ভিডিয়োতে বলেন, ‘এই জুটিটা টিমে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে অনেক ব্যাটার স্বভাবসিদ্ধ খেলার ধরন থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। আর রোহিত শর্মা-গৌতম গম্ভীরের জমানায় যে এটাই হবে সেটা আমি জানি। মাঠ হোক বা মাঠের বাইরে দলের প্লেয়ারদের কমফোর্ট জোন থেকে বের করে আনাটাই ওদের কাজ। আর এটা করলে যে রেজাল্টটা চাই, সেটাই হবে। আর হচ্ছেও।’

কানপুর টেস্ট দেখতে দেখতে বেশ উত্তেজনা অনুভব করেছেন ডিকে। ম্যাচটাকে নজিরবিহীন বলেছেন তিনি। সেই প্রসঙ্গে জানাতে গিয়ে কার্তিক বলেন, ‘এই ম্যাচটা চমকপ্রদ, নজিরবিহীন। যে দলটা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ভারতে খেলতে এসেছিল, তাদের হারাল ভারত। ২টো দিন ভেস্তে যাওযার পরও। রোহিত-গৌতির এই পার্টনারশিপটা অসাধারণ।’

Next Article