IPL 2024 Auction: দেশের মাটিতে নয়, চব্বিশের আইপিএল নিলাম এ বার বিদেশে
চলতি বছরের ডিসেম্বরে মরুশহরে হতে চলেছে আইপিএলের নিলাম (IPL Auction)। অবশ্য প্রতিবারই আইপিএলের নিলামের আগে উঠে আসে দেশের বাইরে নিলামের ভেনুর কথা। গতবারের আইপিএলের নিলামের আগেও শোনা গিয়েছিল, তা হবে ইস্তানবুলে। অবশ্য শেষ অবধি গত বারের আইপিএলের নিলাম হয়েছিল কোচিতে।
দুবাই: ভারতের মাটিতে দশ দেশের বিশ্বকাপ (ICC World Cup 2023) যুদ্ধ চলছে। এরই মাঝে ভারতের কোটিপতি লিগ আইপিএলের নিলাম (IPL 2024 auction) নিয়ে এল বড় আপডেট। ২০২৩ এর শেষেই আগামী বছরের আইপিএলের নিলাম হওয়ার কথা ছিল। এ বার এক ক্রীড়া ওয়েবসাইটের সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের মাটিতে ২০২৪ আইপিএলের নিলাম হবে না। চলতি বছরের ডিসেম্বরে মরুশহরে হতে চলেছে আইপিএলের নিলাম (IPL Auction)। অবশ্য প্রতিবারই আইপিএলের নিলামের আগে উঠে আসে দেশের বাইরে নিলামের ভেনুর কথা। গতবারের আইপিএলের নিলামের আগেও শোনা গিয়েছিল, তা হবে ইস্তানবুলে। অবশ্য শেষ অবধি গত বারের আইপিএলের নিলাম হয়েছিল কোচিতে। এ বার শোনা গিয়েছে দেশের কোনও ভেনুতে নয়, বরং আইপিএল নিলাম এ বার মরুশহরে হবে। কখন, কোথায় হবে ২০২৪ সালের আইপিএলের নিলাম? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, আইপিএল ২০২৪ এর নিলামের আসর বসবে দুবাইতে। ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইপিএল নিলাম। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হওয়ার কথা ৯ ডিসেম্বর। তার ভেনু অবশ্য এখনও ঠিক হয়নি। যদিও তা ভারতেই হওয়ার কথা। এখনও অবধি বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও ফ্র্যাঞ্চাইজিকেই আইপিএলের নিলামের বিষয়ে কিছু জানানো হয়নি। চব্বিশের আইপিএলের জন্য অবশ্য মেগা নিলাম হওয়ার কথা নেই। বরং হবে মিনি নিলাম। তা হওয়ার কথা ১৮-১৯ ডিসেম্বর।
আইপিএল ২০২৪ এর জন্য ট্রেডিং উইন্ডো আপাতত খোলা আছে। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্লেয়ার অদল বদলের কোন খবর জানা যায়নি। ২০২৪ সালের আইপিএল নিলামই যে শুধু বিদেশে হবে তা নয়, পুরো আইপিএলই বিদেশে হতে পারে। কারণ, ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। শোনা গিয়েছিল আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। আর ২০২৪ এর মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। অতীতেও অনেক বার শোনা গিয়েছে বিভিন্ন কারণে বিদেশে আইপিএল অনুষ্ঠিত হবে। সব বার অবশ্য তা হয়নি। কিন্তু এ বারের সম্ভবনা বেশি এই নির্বাচনের কারণে।