Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: ‘ওরা কি আদৌ ক্রিকেটটা বোঝে?’, অনুষ্কা-আথিয়াকে নিয়ে এমন মন্তব্য করে বিতর্কে হরভজন সিং

বিশ্বকাপ ফাইনালে আমেদাবাদের গ্যালারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেন ইন ব্লুর হয়ে গলা ফাটাতে এবং নিজেদের স্বামীদের চিয়ার করার জন্য গ্যালারিতে ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা, লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি এবং আরও অনেক ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা।

ICC World Cup 2023: 'ওরা কি আদৌ ক্রিকেটটা বোঝে?', অনুষ্কা-আথিয়াকে নিয়ে এমন মন্তব্য করে বিতর্কে হরভজন সিং
ICC World Cup 2023: 'ওরা কি আদৌ ক্রিকেটটা বোঝে?', অনুষ্কা-আথিয়াকে নিয়ে এমন মন্তব্য করে বিতর্কে হরভজন সিং
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 3:58 PM

আমেদাবাদ: দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের ফাইনাল (ICC World Cup 2023) হল। মেগা ম্যাচে চাঁদের হাট। আমেদাবাদের গ্যালারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেন ইন ব্লুর হয়ে গলা ফাটাতে এবং নিজেদের স্বামীদের চিয়ার করার জন্য গ্যালারিতে ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma), লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty) এবং আরও অনেক ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা। ফাইনাল চলাকালীন স্বাভাবিকভাবেই টেলিভিশন ক্যামেরা ঘুরেছিল অনুষ্কা-আথিয়াদের দিকে। আর সেই সময় হিন্দি কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিচ্ছিলেন হরভজন সিং (Harbhajan Singh)। তখন অনুষ্কা-আথিয়ার ক্রিকেট জ্ঞান নিয়ে মন্তব্য করে বসেন ভাজ্জি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিতর্কে জড়িয়ে পড়েছেন হরভজন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টি দু’জনই পেশায় বলিউড অভিনেত্রী। অবশ্য ফাইনাল ম্যাচে তাঁদের অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গেই বসতে দেখা গিয়েছিল। আর ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরা তাঁদের দিকে ঘুরতেই কমেন্ট্রি বক্সে ভাজ্জি বলে বসেন, ‘আমি শুধু এটাই ভাবছি যে, ওদের মধ্যে এখন আলোচনা ক্রিকেট নিয়ে হচ্ছে নাকি সিনেমা নিয়ে। কারণ ওদের ক্রিকেট সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।’

সোশ্যাল মিডিয়া সাইট X এ ছড়ের গতিতে ছড়িয়েছে ওই ভিডিয়ো। তাতে অনেকে কমেন্ট করেছেন, ‘এটা কী বললেন ভাজ্জি? ওনার ক্ষমা চাওয়া উচিত।’ অপর একজন সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন, ‘এ ভাবে প্রকাশ্যেই অনুষ্কা শর্মা ও আথিয়া শেট্টির ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার কোনও মানে হয় না। এমন নারীবিদ্বেষী মন্তব্য করে ঠিক করেননি হরভজন।’