কলকাতা: আইপিএলের (IPL) সময় ইডেন গার্ডেন্সের (Eden Gardens) গ্যালারি কানায় কানায় পূর্ণ। এই দৃশ্যই ক্রিকেট প্রেমীদের পরিচিত। আর সেখানে কেকেআরের ম্যাচ থাকা সত্ত্বেও গ্যালারিতে মাছি তাড়ানোর মতো অবস্থা দেখা গিয়েছে বৃহস্পতিবার। গত আইপিএলের ফাইনালে কেকেআর হারিয়েছিল হায়দরাবাদকে। যার ফলে লক্ষ্মীবারে ক্রিকেটের নন্দনকাননে যখন দুটো দল মুখোমুখি হল, সেই সময় অনেকেই ভেবেছিলেন ইডেন হবে হাউসফুল। কিন্তু কোথায় কী! উল্টে খাঁ খাঁ ইডেনের গ্যালারি। নেটদুনিয়ায় ভাইরাল কেকেআর-হায়দরাবাদ (KKR vs SRH) ম্যাচের সময় ইডেনের ফাঁকা গ্যালারির ছবি। কেন এমন অবস্থা হল ক্রিকেটের নন্দনকাননের গ্যালারির? সিটি অব জয়ের এই হাল দেখে দেশের অনেকেই অবাক। ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। দায়ী করছেন টিকিটের চড়া দামকে।
খেলা বলতে পাগল তিলোত্তমা। ক্রিকেট হোক বা ফুটবল ক্রীড়াপ্রেমীরা ভিড় করেন ইডেন থেকে শুরু করে যুবভারতীতে। আর সেখানে কেকেআরের হোম ম্যাচে ইডেনের গ্যালারি ফাঁকা অনেকের চোখ তুলেছে কপালে। এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার ইডেনের গ্যালারির একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। এ বারের আইপিএলে ইডেনে যে ম্যাচগুলি হয়েছে এবং হবে সেগুলির টিকিটের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেকেআরের সমর্থকরা। নেটদুনিয়ায় অনেকেই ইডেনে আইপিএল ম্যাচের অতিরিক্ত দামকেই গ্যালারি ফাঁকা থাকার কারণ হিসেবে দেখছেন।
So, Eden Gardens (KKR) increased the price of Tickets & the result is Half Empty Eden Gardens. This is how you respond 👏🏽
Don’t go to the stadium because of these exuberant prices, let them suffer & they’ll drop the price eventually.
All other Team fans should learn #KKRvsSRH pic.twitter.com/kAc5ts1Cqa— WTF Cricket (@CricketWtf) April 3, 2025
Stands empty in defending Champions KKR’s own homeground Eden Gardens? pic.twitter.com/flI5o8ZhWk
— TukTuk Academy (@TukTuk_Academy) April 3, 2025
Why are eden stands empty? Might be due to the ticketing scam.
— Nishant 🏏 (@_Crick_Nishant) April 3, 2025
Empty stands !!!
— POOJA DUBEY (@poojavdubey) April 3, 2025
আইপিএলে ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম দুটো ম্যাচের জন্য টিকিটের দাম যা নির্ধারিত করা হয়েছিল, তা নিম্নে বর্ণনা করা হল –
৯০০ টাকা ২০০০ টাকা ৩৫০০ টাকা (F, G, H, J, B1, C1, K1, L1, D1 Block) ৫০০০ টাকা (B, C, K, L, D, E Block) ৬০০০টাকা (Club House Upper Tier) ১০০০০ টাকা ( L BLOCK premium & Club house Lower Tier) ১৫০০০ টাকা ( B Block Premium)
উল্লেখ্য, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে ৩ এপ্রিল কেকেআর ও হায়দরাবাদের আইপিএল ম্যাচে দর্শক উপস্থিতির কথা যখন অফিসিয়ালি জানানো হয়, সেই সময় বলা হয় যে বৃহস্পতিবার ৩৪ হাজার দর্শক ম্যাচ দেখছেন। অফিসিয়ালি যা-ই জানানো হোক না কেন, নেটদুনিয়ার ছবি বলছে অন্য কথা। প্রমাণ দিচ্ছে ইডেনের স্ট্যান্ডের একাধিক অংশ ছিল ফাঁকাই।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।