JOE ROOT 100X50: সেঞ্চুরির হাফসেঞ্চুরি, জো রুট যেন অশ্বমেধের ঘোড়া
ENG vs SL, World Test Championship: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন, টেস্টে সচিনের রান ছাপিয়ে যেতে পারেন জো রুট। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অন্তত জো রুট যে ছন্দে রয়েছেন, তাতে এই সম্ভাবনা বাস্তবই মনে হচ্ছে।
জো রুট যেন অশ্বমেধের ঘোড়া। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স। লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। সব মিলিয়ে ৩৪ নম্বর টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি। একঝাঁক রেকর্ড। টেস্টে একের পর এক দুরন্ত ইনিংস খেলে মাইকেল ভনের সেই সম্ভাবনাও যেন বাড়িয়ে দিচ্ছেন। ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন, টেস্টে সচিনের রান ছাপিয়ে যেতে পারেন জো রুট। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অন্তত জো রুট যে ছন্দে রয়েছেন, তাতে এই সম্ভাবনা বাস্তবই মনে হচ্ছে।
চলতি লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন জো রুট। ছুঁয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালেস্টার কুকের টেস্ট সেঞ্চুরির সংখ্যা। লর্ডসে দ্বিতীয় ইনিংসে তাঁকে ছাপিয়ে গেলেন। কেরিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরি করলেন জো রুট। ১১১ ডেলিভারিতে কেরিয়ারের ৩৪ তম সেঞ্চুরিতে পৌঁছন জো রুট। পাশাপাশি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গ্রাহাম গুচকে ছাপিয়ে সর্বাধিক রান স্কোরারও হলেন রুট।
বিশ্বের নবম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করলেন জো রুট। বাকি ১৪টি সেঞ্চুরি ওয়ান ডে ফরম্যাটে। আরও একটা নজির গড়লেন জো রুট। টেস্ট সেঞ্চুরির নিরিখে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি সুনীল গাভাসকর, মহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা, ইউনিস খানকে। তাঁর সামনে আপাতত ভারতীয় ক্রিকেটের ওয়াল রাহুল দ্রাবিড়। ৩৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে দ্রাবিড়ের। রুট যে গতিতে এগচ্ছেন, তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধেই না সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন!