Test Cricket: ১৪৭ বছরের ইতিহাসে প্রথম বার, টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড ইংল্যান্ডের
World Record: যতই সমালোচনা চলুক, বাজ়বলেই ভরসা ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নটিংহ্যামে চলছে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তাতে বাজ়বলে ভর করেই বিশ্বরেকর্ড বেন স্টোকসদের।

কলকাতা: ইংল্যান্ডের বাজ়বল নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু তারপরও বাজ়বলেই ভরসা রেখেছেন বেন স্টোকসরা। ট্রেন্ট ব্রিজে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। আজ, লক্ষ্মীবারে এই টেস্টে সত্যিকারের শুভারম্ভ করেছে ইংল্যান্ড। টস হেরে অবশ্য প্রথমে ব্যাটিং করতে হচ্ছে বেন স্টোকসের টিমকে। প্রথম ওভারেই শূন্যে ফেরেন ওপেনার জ্যাক ক্রলি। কিন্তু তাতেও ইংল্যান্ডের (England) বিশ্বরেকর্ড (World Record) গড়া আটকায়নি। ১৪৭ বছরের ইতিহাসে প্রথম বার টেস্টে বিধ্বংসী শুরু করেছে ইংল্যান্ড। মাত্র ৪.২ ওভারে দলগত ৫০ রানে ইংল্যান্ডকে পৌঁছে দেন বেন ডাকেট ও ওলি পোপ। তাতেই তৈরি হয়েছে এক বিশ্বরেকর্ড। জানেন তা কী?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাজ়বলে ভর করেই বিশ্বরেকর্ড বেন স্টোকসদের। ওপেনার বেন ডাকেট ঝড় বইয়ে দেন। মাত্র ৪.২ ওভারে টিমের হাফসেঞ্চুরি হয়। টেস্টের ইতিহাসে ২৬ বলে টিমের পঞ্চাশ এই প্রথম। ৩০ বছর আগে ইংল্যান্ডেরই ছিল ২৭ বলে হাফসেঞ্চুরি। এ বার নিজেদের রেকর্ডও ছাপিয়ে গেল ইংল্যান্ড।
Duckett in destruction mode 🫣
Catch up on an incredible morning for England in Nottingham 📺👇
— England Cricket (@englandcricket) July 18, 2024
এক ঝলকে দেখুন টেস্ট ক্রিকেটে দ্রুততম টিমের ৫০ রান কখন কখন হয়েছে —
- ৪.২ ওভার – ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৪
- ৪.৩ – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ১৯৯৪
- ৪.৬ ওভার – ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ২০০২
- ৫.২ ওভার – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, ২০০৪
- ৫.৩ ওভার – ভারত বনাম ইংল্যান্ড, ২০০৮
- ৫.৩ ওভার – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩
ইংল্যান্ডের ওপেনার হিসেবে দ্রুততম অর্ধশতরান করেছেন বেন ডাকেট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নটিংহ্যামে ৩২ বলে ৫০ রান করেন বেন ডাকেট।
🚨 The fastest fifty by an England opener 👏 https://t.co/2PlhOEX4Rj
— England Cricket (@englandcricket) July 18, 2024
