AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: রবি-দুপুরে বিশ্বকাপের ম্যাচে যে মাইলস্টোনের সামনে নবি-রুটরা

ENG vs AFG: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রথম দু-ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে আফগানিস্তান। এ বার সেই আফগানিস্তানের সামনে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছেন জস বাটলাররা। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এদিকে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য রশিদ খানদের।

ICC World Cup 2023: রবি-দুপুরে বিশ্বকাপের ম্যাচে যে মাইলস্টোনের সামনে নবি-রুটরা
| Edited By: | Updated on: Oct 15, 2023 | 1:12 PM
Share

নয়াদিল্লি: রবি-দুপুর এই শব্দ শুনলেই মাথায় আসে জমিয়ে মাংস-ভাত খাওয়ার কথা। আজ, রবিবার। ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে বিশ্বকাপে ইংল্যান্ড-আফগানিস্তান (England vs Afghanistan) ম্যাচ। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রথম দু-ম্যাচে বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে আফগানিস্তান। এ বার সেই আফগানিস্তানের সামনে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছেন জস বাটলাররা। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এদিকে হারের হ্যাটট্রিক আটকানো লক্ষ্য রশিদ খানদের। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেনয TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।

অতীতে ইংল্যান্ড ও আফগানিস্তান মাত্র ২টি ওডিআই ম্যাচে মুখোমুখি হয়েছে। তার দুটি ম্যাচই জেতে ইংল্যান্ড। এ বার দেখার বিশ্বকাপের মঞ্চে কোন দল কাকে টেক্কা দেয়। এই ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন ইংল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটাররা কোন মাইলস্টোন গড়তে পারেন —

জো রুট – ওডিআইতে ছক্কার হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য জো রুটের ব্যাটে প্রয়োজন আর ১টি ছয়।

বেন স্টোকস – আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য প্রয়োজন ২টি ছয়। এ ছাড়া ওডিআইতে ক্যাচের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য স্টোকসের প্রয়োজন আর একটি ক্যাচ।

ক্রিস ওকস – ওডিআইতে ক্যাচের হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করতে হলে ক্রিস ওকসকে নিতে হবে আর ৩টি ক্যাচ।

রিস টপলি – আজ আফগানিস্তানের বিরুদ্ধে যদি খেলার সুযোগ পান রিস টপলি, তা হলে সেটি হবে তাঁর ওডিআই কেরিয়ারের ৫০তম ম্যাচ।

মহম্মদ নবি – আজ, রবিবার যদি ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানদের একাদশে থাকেন মহম্মদ নবি, তা হলে এটি তাঁর দেশের হয়ে ১৫০তম ওডিআই ম্যাচ হবে। এ ছাড়া ওডিআইতে ১০০টি ছক্কার মাইলস্টোন স্পর্শ করার জন্য নবির প্রয়োজন আর ২টি ছয়। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ২৫০টি উইকেটের রেকর্ড গড়তে হলে অলরাউন্ডার নবির প্রয়োজন আর ১টি উইকেট।

রহমানুল্লা গুরবাজ – ওডিআই ক্রিকেটে ১০০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য রহমানুল্লা গুরবাজের প্রয়োজন আর ১০টি বাউন্ডারি। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য গুরবাজের প্রয়োজন আর একটি ছয়।