AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND W vs ENG W: নাইটের সেঞ্চুরি, দীপ্তির ৪ উইকেট; রেকর্ড রান তাড়ায় সফল হলে জিতবে হ্যারির ভারত

India Women vs England Women: ন্যাট সেভিয়াক ব্রান্ট প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। হেদার নাইটের ১০৯ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২৮৮ রান। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগোতে হলে ভারতকে রেকর্ড রান তাড়া করতে হবে।

IND W vs ENG W: নাইটের সেঞ্চুরি, দীপ্তির ৪ উইকেট; রেকর্ড রান তাড়ায় সফল হলে জিতবে হ্যারির ভারত
নাইটের সেঞ্চুরি, দীপ্তির ৪ উইকেট; রেকর্ড রান তাড়ায় সফল হলে জিতবে হ্যারির ভারত
| Updated on: Oct 19, 2025 | 7:05 PM
Share

আইসিসি মেয়েদের ওডিআই বিশ্বকাপে (ICC Women’s World Cup) পর পর দুটো ম্য়াচ হেরে বিপাকে ভারতের (India) মেয়েরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। আজ উইমেন্স ইন ব্লুর প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। এই ম্যাচ যে বেশ কঠিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। টস ভাগ্য এ ম্যাচে সঙ্গ দেয়নি ভারতের। ন্যাট সেভিয়াক ব্রান্ট প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। হেদার নাইটের ১০৯ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ২৮৮ রান। এই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগোতে হলে ভারতকে রেকর্ড রান তাড়া করতে হবে।

সবচেয়ে বেশি রান তাড়া করতে পারলে জিতবে ভারত

এর আগে ভারতের মেয়েরা ওডিআইতে যে সকল ম্যাচ রান তাড়া করে জিতেছে, তার মধ্যে সবচেয়ে প্রথমে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া। ২০২১ সালে ২৬৪ রান তাড়া করে জেতে ভারত। আর আজ ইংলিশব্রিগেডকে হারাতে হলে টিম ইন্ডিয়াকে তুলতে হবে ২৮৯ রান।

দীপ্তির ১৫০

ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভার বল করে ৫১ রান খরচ করেছেন দীপ্তি। নিয়েছেন ৪ উইকেট। সেইসঙ্গে এই ম্যাচে ওডিআইতে ১৫০ উইকেটের রেকর্ড পূর্ণ করেছেন ভারতের তারকা বোলার। চলতি মহিলাদের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক দীপ্তি শর্মা। তিনি এই টুর্নামেন্টে এখনও অবধি নিয়েছেন ১৩টি উইকেট।

হেদারের মাইলস্টোল

ইংল্যান্ডের হয়ে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হেদার। মাইলস্টোন ম্যাচে দাগ কাটতে পেরেছেন তিনি। ৯১ বলে করেছেন ১০৯ রান। রান আউট না হলে এই ইনিংসে আরও কিছু রান জুড়তে পারতেন তিনি। তাঁর ব্যাটে এসেছে ১৫টি চার ও ১টি ছয়।

ট্যামি বিউমন্ট ও অ্যামি জোনসের ওপেনিং জুটিতে ৭৩ রান ওঠে। হাফসেঞ্চুরি করেন ওপেনার জোনস (৫৬)। বিউমন্ট করেন ২২। এ ছাড়া ক্যাপ্টেন ব্রান্ট করেন ৩৮ রান। শেষের ৫ উইকেট ৩৯ রানের মধ্যে হারায় ইংল্যান্ড। দীপ্তি ছাড়া ভারতের হয়ে আর ২টি উইকেট তুলে নেন শ্রী চরণি।