PBKS: ভারতীয় প্লেয়ারে অনাস্থা, ডুববে শ্রেয়সের পঞ্জাব! বড় ভবিষ্যদ্বাণী KKR প্রাক্তনীর

IPL 2025: পক্ষপাতিত্বের ফল ভুগতে হবে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসকে। যতই জয়ের সারণিতে থাকুক পঞ্জাব, ট্রফি যাবে না। প্রীতি জিন্টার দল নিয়ে এমনটাই ভবিষ্যদ্বাণী কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের

PBKS: ভারতীয় প্লেয়ারে অনাস্থা, ডুববে শ্রেয়সের পঞ্জাব! বড় ভবিষ্যদ্বাণী KKR প্রাক্তনীর
ভারতীয় প্লেয়ারে অনাস্থা, ডুববে শ্রেয়সের পঞ্জাব! বড় ভবিষ্যদ্বাণী KKR প্রাক্তনীরImage Credit source: BCCI

Apr 27, 2025 | 2:10 PM

কলকাতা: পক্ষপাতিত্বের ফল ভুগতে হবে পঞ্জাব কিংসকে (Punjab Kings)। যতই জয়ের সারণিতে থাকুক শ্রেয়স আইয়ারের পঞ্জাব, ট্রফি যাবে না। প্রীতি জিন্টার দল নিয়ে এমনটাই ভবিষ্যদ্বাণী কেকেআরের প্রাক্তন ক্রিকেটারের। অনেকের মনে হতে পারে পয়েন্ট টেবলের চারে থাকা পঞ্জাব কিংসকে নিয়ে এমন কথা কেন? তার কারণও তুলে ধরেছেন সেই নাইট প্রাক্তনী। এখানে রয়েছে পঞ্জাব কোচ রিকি পন্টিংয়ের যোগ। বিষয়টা ঠিক কী?

আসলে দেশের ও কেকেআরে খেলা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করছেন, পঞ্জাব আইপিএল ট্রফিটা এ বার জিততে পারবে না। এর জন্য তিনি দুষছেন পঞ্জাবের কোচ রিকি পন্টিংকে। মনোজ তিওয়ারির দাবি, অজি প্রাক্তন ক্রিকেটার পন্টিং ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটারদের বসিয়ে রেখে বিদেশি ক্রিকেটারদের খেলাচ্ছেন। এই পক্ষপাতের কারণে পঞ্জাবকে আগামী দিনে ভুগতে হতে পারে মনে হয়েছে মনোজের।

এক্স হ্যান্ডেলে মনোজ তিওয়ারি লিখেছেন, ‘আমার অন্তরের অনুভূতি বলছে যে পঞ্জাব এই মরসুমে ট্রফি জিততে পারবে না। কারণ, আজ ওরা যখন ব্যাট করছিল, সেই সময় আমি দেখেছি কোচ ফর্মে থাকা ভারতীয় ব্যাটার নেহাল ওয়াদেরা ও শশাঙ্ক সিংকে পাঠাননি। বরং তিনি বিদেশি ক্রিকেটারের উপর আস্থা রেখেছিলেন। এখান থেকেই বোঝা যায় তিনি ভারতীয় ক্রিকেটারদের উপর বিশ্বাস, আস্থা রাখতে পারছেন না। এই ভাবেই যদি চলতে থাকে, তা হলে পঞ্জাব সেরা দুটো দল হিসেবে কোয়ালিফাই করতে পারবে না।’