AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের! রোহিত-গম্ভীরদের তোপ পাক প্রাক্তনীর

কিউয়িরা বেঙ্গালুরু ও পুনে টেস্ট জিতে বাজিমাত করেছে। এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অনেকেই ধরে নিয়েছিলেন, শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে আসা নিউজিল্যান্ডকে হয়তো বাংলাদেশের মতো উড়িয়ে দেবে রোহিত ব্রিগেড। হয়েছে তার পুরো উল্টো।

IND vs NZ: অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের! রোহিত-গম্ভীরদের তোপ পাক প্রাক্তনীর
IND vs NZ: অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের! রোহিত-গম্ভীরদের তোপ পাক প্রাক্তনীর Image Credit: PTI
| Updated on: Oct 27, 2024 | 1:34 PM
Share

কলকাতা: ভারতের মাটিতে টেস্টে টিম ইন্ডিয়ার অপরাজিত তকমা ঘুচেছে। কিউয়িরা বেঙ্গালুরু ও পুনে টেস্ট জিতে বাজিমাত করেছে। এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে অনেকেই ধরে নিয়েছিলেন, শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে আসা নিউজিল্যান্ডকে হয়তো বাংলাদেশের মতো উড়িয়ে দেবে রোহিত ব্রিগেড। কয়েকদিন আগে ভারতের (India) মাটিতে বাংলাদেশকে ২ টেস্টের সিরিজে হারিয়েছিলেন রোহিত শর্মারা। কিন্তু কিউয়িদের বিরুদ্ধে ভারতীয় টিমের দাপট যেন কোথায় ভ্যানিশ হয়ে গিয়েছে। ৩ টেস্টের সিরিজের ২টোতে হেরে লজ্জার নজির গড়েছে ভারত। পাকিস্তানের (Pakistan) এক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ভারতীয় টিমের অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হয়েছে। যে কারণে ১২ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি বলেন, ‘আমি বলেছিলাম ৩৫০-র বেশি রান তাড়া করা কঠিন। সেখানে টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে কাউকে না কাউকে সেঞ্চুরি করতে হত। ভারতের ব্যাটিংয়ের রূপ প্রকাশ্যে এসেছে। প্রথম ম্যাচে কিউয়ি পেসাররা ১৭টি উইকেট নিয়েছিল। দ্বিতীয় টেস্টে স্পিনাররা ১৯টি উইকেট নেয়। ভারতীয় প্লেয়াররা না পেসার না স্পিনার, কারও বিরুদ্ধে ভালো খেলতে পারেননি। বেঙ্গালুরুতে পেস ও বাউন্সি পিচে ভারত হারল। পুনেতে স্পিনিং ট্র্যাকেও ভারত হারল।’

কিউয়িদের হালকা ভাবে নিয়েছে টিম ইন্ডিয়া। এমনটাই মনে করছেন পাক প্রাক্তনী বসিত আলি। আর সেটাই কাল হয়েছে রোহিত ব্রিগেডের মনে করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ২দিনে ভারত ম্যাচ জিতেছিল। আর ওদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে ২-০ টেস্টে হেরেছিল। যা দেখে ভারতীয় টিম ভেবে নিয়েছিল কিউয়িদের সহজেই হারানো যাবে। আর এর অর্থ ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং দলের প্লেয়াররা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। আর নিউজিল্যান্ড ভালো হোম ওয়ার্ক করে এসেছিল। ওদের হারানোর কিছু ছিল না। কেউই ভাবেনি কিউয়িরা ভারতকে হারাতে পারবে। হয়তো নিউজিল্যান্ড টিমও এটা ভাবেনি। কিন্তু হোমওয়ার্কটা ভালোই করে এসেছে।’

বর্ডার গাভাসকর ট্রফির আগে নিউজিল্যান্ডের কাছে ভারত এই টেস্ট সিরিজ হারার পর শুধু পাকিস্তানের বসিত আলিই নন, অনেকেই রোহিত-গম্ভীরদের দিকে আঙুল তুলতে শুরু করেছেন।