
রোহিত শর্মার পর বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসর রো-কো জুটির। চারিদিকে সকলে এমন করছেন, যেন টেস্ট ক্রিকেটটাই বন্ধ হয়ে গেল! আর এই ফরম্যাটে খেলা হবে না…! বিশেষ করে বিরাট কোহলিকে নিয়ে। বয়স হয়েছে, ব্যাটিং গড় কমেছে, সেঞ্চুরিও তো মাত্র ৩০টি, ১০ হাজার রানও হয়নি। তা হলে এই গেল গেল রব কেন? একদিন না তো অবসর নিতেই হত। এত প্রশ্ন কিংবা আলোচনার প্রসঙ্গ আসছে কারণ, টাইমিং। বিরাট কোহলির টাইমিং নিয়ে কারও কোনও সন্দেহ রয়েছে? মনে হয় না। তাঁর কভার ড্রাইভ, অন ড্রাইভ, ফ্লিক টেস্টেও তো একইরম মসৃণ টাইমিং। তা হলে অবসরের ক্ষেত্রে এই মিসটা কী করে হল। আর যদি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোরই হত, অস্ট্রেলিয়ায় ঘোষণা করে দিতে পারতেন। ঠিক যেমনটা রবিচন্দ্রন অশ্বিন করেছিলেন। ...