AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane: আইপিএল মাপকাঠি, রঞ্জি ট্রফির কোনও মূল্য নেই! রাহানের নির্বাচনে ক্ষেপে লাল সমর্থকরা

WTC Final 2023: আইপিএলে আগ্রাসী ব্যাটিংয়ের জেরে ভারতীয় দলে কামব্যাক করেছেন অজিঙ্ক রাহানে। ৭ থেকে ১১ জুন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) ফাইনালের জন্য তাঁকে ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Ajinkya Rahane: আইপিএল মাপকাঠি, রঞ্জি ট্রফির কোনও মূল্য নেই! রাহানের নির্বাচনে ক্ষেপে লাল সমর্থকরা
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 10:00 AM
Share

কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final) ২০২৩ ফাইনালের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। জুন মাসে ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে WTC ফাইনাল খেলা হবে। ফাইনালের জন্য ভারতের স্কোয়াডে ফিরেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। জাতীয় দলে তাঁর কামব্যাক নিয়ে সকলেই যে খুশি এমনটা নয়। টিম সিলেকশনের পর রাহানের অন্তর্ভুক্তি নিয়ে সোশ্যাল মিডিয়া দু’ভাগ হয়ে গিয়েছে। রাহানের অন্তর্ভুক্তি বিতর্ক সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে বিসিসিআইয়ের (BCCI) উপর ক্ষেপে লাল ক্রিকেট সমর্থকরা। তাঁদের বক্তব্য, রাহানে সুযোগ পাওয়ায় একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, এখন রঞ্জি ট্রফি বা অন্য কোনও ঘরোয়া ক্রিকেটের কোনও মূল্য নেই। জাতীয় দলের সুযোগ পাওয়ার মানদণ্ড আইপিএল (IPL 2023)। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

প্রায় ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন অজিঙ্ক রাহানে। ভারতীয় ক্রিকেট দল থেকে দূরে থাকাকালীন ঘরোয়া ক্রিকেট খেলেছেন রাহানে। মুম্বই অধিনায়ক ২০২২-২৩ রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এই মরসুমে রাহানে ১১টি ইনিংসে ৫৭.৬৩ গড়ে ৬৩৪ রান করেছেন। শুধু লাল বলের ক্রিকেটেই নয়, সাদা বলের ক্রিকেটেও ছাপ ফেলছেন। চেন্নাই সুপার কিংসে ৫০ লক্ষ টাকায় যোগ দেওয়ার পর চলতি আইপিএলে ব্যাট হাতে তাঁর বিক্রম দেখিয়ে চলেছেন। যে কারণে অনেকের ধারণা, রাহানে কেবল আইপিএল পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভারতীয় দলে কামব্যাক করেছেন।

অজিঙ্ক রাহানে এখনও পর্যন্ত ১৯৯.০৪ স্ট্রাইক রেটে চলতি আইপিএলে ৫টি ইনিংসে ২০৯ রান করেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে মিডল অর্ডারে খেলছেন রাহানে। তার দুর্দান্ত ফর্ম সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দলে তাঁর নির্বাচন দেখে অবাক হয়েছেন অনেকেই। তাদের বক্তব্য, বিসিসিআই এখন রঞ্জি ট্রফি বা ঘরোয়া ক্রিকেট নয়, দল নির্বাচনের জন্য আইপিএলের দিকে তাকিয়ে থাকে। না হলে অজিঙ্ক রাহানের আগে সরফরাজ খানকে সুযোগ দেওয়া উচিত ছিল বলে যুক্তি দিয়েছেন কেউ কেউ। সরফরাজের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁর অনুরাগীরা। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ছিলেন সরফরাজ খান। এই মিডল অর্ডার ব্যাটার ৯টি ইনিংসে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন। অথচ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি তথৈবচ। এরপরই সমর্থকরা বিসিসিআইয়ের সমালোচনা করে বলছেন, জাতীয় দলে সুযোগের জন্য আইপিএল পারফরম্যান্স থাকা উচিত। তাতে ঘরোয়া ক্রিকেটে শূন্য পেলেও কিছু যায় আসে না।