MS Dhoni : আইপিএলের মেগা ফাইনালের আগে মাহি ম্যানিয়া, ‘ধোনি’ ধ্বনিতে উত্তাল আমেদাবাদ

CSK vs GT, IPL 2023 Final: আমেদাবাদের সর্বত্রই আজ 'ধোনি ধোনি' রব। সেখানকার মেট্রো থেকে শুরু করে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে মাহি ভক্তরা স্লোগান তুলেছেন, 'ধোনি... ধোনি...'।

MS Dhoni : আইপিএলের মেগা ফাইনালের আগে মাহি ম্যানিয়া, 'ধোনি' ধ্বনিতে উত্তাল আমেদাবাদ
আইপিএলের মেগা ফাইনালের আগে মাহি ম্যানিয়া, 'ধোনি' ধ্বনিতে উত্তাল আমেদাবাদ
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 5:59 PM

আমেদাবাদ : অবশেষে অপেক্ষার অবসান। প্রায় ২ মাসের ভারতের কোটিপতি লিগের মহাযজ্ঞ শেষের পথে। আইপিএলের (IPL 2023) মেগা ফাইনাল শুরু হবে আজ, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে তার আগে থেকেই হলুদ জার্সির ঢল। তাঁদের গলায় এখন একটাই নাম ‘ধোনি-ধোনি…’। তাঁদের এখন যদি জিজ্ঞাসা করা হয় ‘হাও ইজ দ্য জোশ’? উত্তর আসবে ‘হাই স্যার!’ মেগা ফাইনালের আগে আমেদাবাদ মাতোয়ারা মাহিতে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্সের ঘরের মাঠ হলেও, এখানে যে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সমর্থকদের ভিড় উপচে পড়বে তেমনটাই ভেবেছিল ক্রিকেটমহল। আপাতত আমেদাবাদের স্টেডিয়ামের সামনে যা ছবি তাতে ধোনির ফ্যানেরাই যে গ্যালারির একটা বিরাট অংশ ভরিয়ে দেবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শুধু নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনেই নয়। ধোনির ফ্যানেরা আমেদাবাদের মেট্রোতেও তাঁকে নিয়ে স্লোগান দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, আমেদাবাদে মেট্রোতে এক কামরায় হলুদ জার্সির ভিড়। সকলেই মুখে একটাই নাম, ‘ধোনি, ধোনি’।

আজ, আমেদাবাদে মহেন্দ্র সিং ধোনি এ বার তাঁর কেরিয়ারের ১১তম ফাইনাল খেলতে নামছেন। কে বলতে পারে এটাই আইপিএলে তাঁর শেষ ম্যাচ কিনা? না মাহি এমন কোনও কথা এখনও বলেননি। আসলে ১৬তম আইপিএলের প্রথম দিন থেকে শেষ দিন অবধি ধোনিকে ঘিরে বিরাট প্রশ্ন একটাই। এ বারই আইপিএলে খেলে মাহি কি অবসর নেবেন? ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর ধোনি জানিয়েছিলেন, তাঁর কাছে এই আইপিএল শেষ হওয়ার পর ৮-৯ মাস সময় থাকবে। তিনি সেই সময় এই বিষয় নিয়ে ভাববেন। একইসঙ্গে মাহি জানিয়েছিলেন, জানুয়ারি থেকে তিনি বাড়ির বাইরে। ফলে টুর্নামেন্ট শেষ করে তিনি বাড়ি ফিরে এই নিয়ে ভাবতে চান। তিনি এটুকু নিশ্চিত জানান, পরের মরসুমে চেন্নাইতেই থাকবেন। তবে কোন ভূমিকায় তা বলেননি।