Kavya Maran: কাব্যার মন খারাপ নিতে পারছেন না রজনীকান্ত, দিলেন মন ভালো করার টিপস!
Rajinikanth: আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের (Kavya Maran) মন খারাপ নিতে পারছেন না সুপারস্টার রজনীকান্ত। তাই এ বার থালাইভা দিলেন টিপস।
নয়াদিল্লি: আইপিএলের নিলাম টেবল হোক বা অরেঞ্জ আর্মির কোনও ম্যাচ, সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্যা মারানকে (Kavya Maran) নিয়ে সব সময় হইচই হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে থাকেন কাব্যা। নেটিজ়েনদের অনেকে তাঁকে নিজের ক্রাশ বলেও দাবি করেন। ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু গত কয়েক বছর অরেঞ্জ আর্মির পারফর্ম্যান্স সেই অর্থে দাগ কাটতে পারেনি। এ বছরের আইপিএলে তো অবস্থা সবচেয়ে খারাপ ছিল নিজামের শহরের দলের। ১৪ ম্যাচের মাত্র ৪টি জিতে পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল হায়দরাবাদ। স্কোয়াডে তারকা ক্রিকেটারের অভাব ছিল না। কিন্তু পারফর্ম্যান্সে সেই ঝলক ছিল না। স্বাভাবিক ভাবেই ম্যাচ দেখতে এসে মন খারাপ হয়ে যেত কাব্যার। আর সেই ছবি বরাবর টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ত। সেই প্রসঙ্গ টেনেই এ বার কাব্যার মন ভালো করার টিপস দিলেন সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইপিএলের নিলাম টেবল থেকেই নেটিজ়েনদের নজরে পড়েছিলেন কলানিথি মারানের মেয়ে কাব্যা মারান। তিনি সানরাইজার্স হায়দরাবাদের সিইও। নিলামে ক্রিকেটারদের নেওয়ার ব্যপারে তিনি তাঁর মতামত রাখেন। অরেঞ্জ আর্মির ম্যাচ থাকলেই কাব্যা মারান পৌঁছে যান স্টেডিয়ামেও। দলের জন্য গলা ফাটাতে থাকেন। টিম ভালো খেললে খুশিতে মেতে ওঠেন কাব্যা। আর তাঁর দল ভালো খেলতে না পারলে ক্ষোভ-হতাশা প্রকাশ করতেও দেখা যায় কাব্যাকে। আইপিএল চলাকালীন সোশ্যাল মিডিয়ায় সময়ে সময়ে কাব্যার ছবি ঘোরাফেরা করে। তাঁর মন খারাপ হওয়ার ছবি নেটিজ়েনদেরও মন খারাপ করে দেয়। তাঁকে মন খারাপ করে বসে থাকতে দেখে ভালো লাগে না সুপারস্টার রজনীকান্তেরও। তাই কাব্যার মন ভালো করার টিপস দিয়েছেন থালাইভা।
কাব্যার মন ভালো করার জন্য কী টিপস দিলেন রজনীকান্ত?
‘Jailer’ সিনেমার অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে রজনীকান্ত বলেন, ‘কলানিথি মারানের সানরাইজার্স হায়দরাবাদ টিমে কিছু ভালো ক্রিকেটারদের নেওয়া উচিত। আইপিএল চলাকালীন কাব্যাকে টেলিভিশনে মন খারাপ করে স্টেডিয়ামে বসে থাকতে দেখে খারাপ লাগে।’ সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের এই টিপস ভাইরাল হয়েছে। রজনীকান্তের এই মতকে অনেক ক্রিকেট প্রেমী সমর্থনও করেছেন।