
কলকাতা: টানা সাত বছর কেকেআরে থাকার পর গত বছর আইপিএল (IPL) জয়। এরপরই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সহকারী কোচ হিসেবে ভারতীয় দলে অভিষেক হয় অভিষেক নায়ারের (Abhishek Nayar)। কিন্তু সুখকর হল না। বছর পেরোতে না পেরোতেই গম্ভীরের ডেপুটির পদ থেকে ছাঁটাই হলেন অভিষেক। সহকারী কোচ হিসেবে যোগ দিলেন কেকেআরে। ইডেনে পা রেখেই মুখ খুললেন নাইটদের ব্যাটিং কোচ। কী বললেন অভিষেক?
গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রত্যাশা পূরণ হয়নি লাল বলে। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ক্লিনসুইপ হয়েছিল ভারত। দেশের মাঠে বিশেষ করে স্পিনিং ট্র্যাকে ভারতকে উড়িয়ে দেওয়ার স্বপ্ন কোনও বিদেশি টিমই দেখে না। কিউয়িরা অসাধ্যসাধন করেছিল কার্যত। তারই রেশ ছিল পরের সিরিজেও। বর্ডার গাভাসকার ট্রফিতেও ১-৩ হার ভারতের। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেও যেতে পারেনি ভারত। রোহিত, বিরাটদের সমালোচনা এখনও থামেনি। ব্যাটিং ভরাডুবির জন্যই যে একের পর এক সিরিজে মুখ থুবড়ে পড়েছে ভারত, বিশেষজ্ঞরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। আর তাই অভিষেক নায়ারের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
আইপিএল চলছে এখন। এরপরেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পিচে ছিল বাউন্স। ইংল্যান্ডে থাকবে সুইং। অতীতে রহানে, পুজারা, বিরাটদের মতো সিনিয়ররা ছাড়া ইংল্যান্ডে কেউই খুব একটা সফল নন। তাই গম্ভীরের কোচিং টিমে কোপ পড়েছে। আসলে ইংল্যান্ড সফর নিয়ে বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।
ভারতীয় দল থেকে বরখাস্ত হওয়ার পর ফের কেকেআরে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন অভিষেক। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে ইডেনে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় দল নিয়ে মুখ খোলেলনি তিনি। তবে কেকেআরে প্রত্যাবর্তনে স্বস্তি নাইট শিবিরে। তিনি বলেছেন, ‘ধন্যবাদ। কৃতজ্ঞ। ফিরে এসে ভালো লাগছে।’
Welcome back coach 💜 pic.twitter.com/xP9lSsM221
— KolkataKnightRiders (@KKRiders) April 20, 2025