AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarah Taylor: বিশ্বকাপ সেমিফাইনালের আগে সতীর্থদের সুখবর দিলেন সারা

England Cricketer: সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্য়ান্ড। এরই মাঝে ইংল্য়ান্ড শিবিরে সুখবর। ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর প্রাক্তন সতীর্থদের জন্য় যেন বিশেষ উপহার দিলেন।

Sarah Taylor: বিশ্বকাপ সেমিফাইনালের আগে সতীর্থদের সুখবর দিলেন সারা
Image Credit: Instagram
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 6:00 PM
Share

লন্ডন: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্য়ান্ড। এরই মাঝে ইংল্য়ান্ড শিবিরে সুখবর। ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটার সারা টেলর প্রাক্তন সতীর্থদের জন্য় যেন বিশেষ উপহার দিলেন। বিশ্বের অন্য়তম সেরা কিপার ব্য়াটার সারা টেলর ঘোষণা করলেন তিনি অন্ত:সত্ত্বা। ইন্সটাগ্রাম পোস্টে পার্টনার ডায়না মেইনকে সেই পোস্টে ট্য়াগ করেছেন সারা। ২০১৯ সালে মানসিক অবসাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সারা। পরবর্তীতে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটেও খেলেছেন। ইতিহাস গড়েছিলেন কোচ হয়ে। সাসেক্স পুরুষ ক্রিকেট দলের কোচিং করান সারা টেলর। এ বার জীবনের সবচেয়ে বড় খবর দিলেন। বিস্তারিত TV9Bangla-য়।

View this post on Instagram

A post shared by Sarah Taylor (@sjtaylor30)

ইন্সটাগ্রামে পার্টনার ডায়না মেইনের সঙ্গে ছবি পোস্ট করেছেন সারা। সঙ্গে প্রেগন্য়ান্সি রিপোর্ট। ডায়নাকে ট্যাগ করে সারা লিখেছেন-এই সফরটা সহজ ছিল না, তবে ও এই সফরের সঙ্গী হয়েছে। বিশ্ব ক্রিকেটে অন্য়তম সেরা উইকেটকিপার। তাঁর বুদ্ধিমত্তার জবাব নেই। এখনও ইউটিউবে তাঁর সেরা কিছু ক্য়াচের ছবি দেখে মুগ্ধতা ঘিরে ধরে। তবে মেন্টাল হেলথ কিছুক্ষেত্রে তাঁর বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে মেন্টাল হেলথের জন্য় অনির্দিষ্ট কালের জন্য় ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন সারা। ২০১৭ সালে ওয়ান ডে বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে ইংল্য়ান্ড। সেই দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় সারা টেলর। লর্ডসের ঐতিহাসিক ফাইনালে ভারতকে ৯ রানে হারায় ইংল্য়ান্ড।

সেই বিশ্বকাপে ইংল্য়ান্ডের উইকেটকিপার ব্য়াটার ৩৯৬ রান করেন। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ১৪৭ রানের ইনিংসও রয়েছে। সেমিফাইনালে ৫৪ এবং ভারতের বিরুদ্ধে ফাইনালে করেন ৪৫ রান। বিশ্বকাপ জয়ের মতোই উচ্ছ্বসিত সারা টেলর। ভাইপো, ভাইঝি-দের সঙ্গে ছবি পোস্ট করেছেন বহুবার। অনেকেই তাঁর পোস্টে প্রশ্ন করতেন, সারার সন্তান কী না। এ বার নিজের সন্তান আসার কথাই ঘোষণা করলেন সারা।