Gautam Gambhir: সৌরভ, পরিবারের বিরুদ্ধে নোংরা কথা বলেছে গম্ভীর; বিস্ফোরণ প্রাক্তন সতীর্থর

Jan 10, 2025 | 4:33 PM

Indian Cricket Team Head Coach: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পরই পরবর্তী দুই ম্যাচে টার্নিং পিচ বানানোর সিদ্ধান্ত। যা ব্যাকফায়ার হয়েছিল। অস্ট্রেলিয়াতে হারের পর টেস্টে তাঁর কোচিং ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। এ বার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রাক্তন সতীর্থর।

Gautam Gambhir: সৌরভ, পরিবারের বিরুদ্ধে নোংরা কথা বলেছে গম্ভীর; বিস্ফোরণ প্রাক্তন সতীর্থর
Image Credit source: Ashok Nath Dey/HT via Getty Images

Follow Us

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। ক্রিকেটীয় কারণে সমালোচনায় বিদ্ধ ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর। পারফরম্যান্সের বাইরেও নানা কারণে সমালোচনায় বিদ্ধ গৌতম গম্ভীর। তাঁর নানা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পরই পরবর্তী দুই ম্যাচে টার্নিং পিচ বানানোর সিদ্ধান্ত। যা ব্যাকফায়ার হয়েছিল। অস্ট্রেলিয়াতে হারের পর টেস্টে তাঁর কোচিং ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে। এ বার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রাক্তন সতীর্থর।

দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গম্ভীরের সতীর্থ ছিলেন মনোজ তিওয়ারি। বাংলার প্রাক্তন অধিনায়ক খোলসা করেছেন, তাঁর পরিবারকে নিয়ে নানা নোংরা কথা বলেছিলেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, দেশের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও নানা খারাপ কথা বলেছিল। হিন্দুস্তান টাইমসে একটি সাক্ষাৎকারে নানা প্রসঙ্গই তুলে ধরেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি।

এই খবরটিও পড়ুন

বাংলার প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন আমার সঙ্গে ওর যে ঝামেলা হল, প্রত্যেকেই শুনেছে গম্ভীর কী বলেছিল। ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে নোংরা কথা বলেছে। এমনকি আমার পরিবার নিয়েও। তারপরও কয়েকজন ওকে সাপোর্ট করে গিয়েছিল। এটাই ওর পিআর ম্যানেজমেন্ট। যেটা এখনও চালিয়ে যাচ্ছে। প্লেয়ারদের নেওয়ার ক্ষেত্রেও ও ব্যক্তিগত পছন্দকেই প্রাধান্য দেয়। না হলে পারথ টেস্টে আকাশ দীপ থাকতেও হর্ষিত রানাকে খেলালো কেন। যদি মনে হয়ে থাকে, হর্ষিত রানা খুবই ভালো প্লেয়ার, তাঁকে টানা কেন খেলানো হল না? আকাশ দীপের হয়ে বলার কেউ নেই।’

Next Article