AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Starc on Gambhir: সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি, গম্ভীরকে নিয়ে বিরাট মন্তব্য স্টার্কের

Border-Gavaskar Trophy: প্রত্যাশার চাপ অনেক অনেক বেশি থাকবে। আর ভারতের বাধা হতে পারেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের গত সংস্করণে নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের মেন্টরশিপে খেলেছেন স্টার্ক। গম্ভীরকে নিয়ে বিশেষ মন্তব্য অজি পেসারের।

Starc on Gambhir: সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি, গম্ভীরকে নিয়ে বিরাট মন্তব্য স্টার্কের
Image Credit: PTI FILE
| Updated on: Oct 14, 2024 | 11:51 PM
Share

আপাতত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত ভারত। এরপরই কঠিন পরীক্ষা। গৌতম গম্ভীরেরও পরীক্ষা। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে এই ফরম্যাটে অভিষেক হয়েছে কোচ গৌতম গম্ভীরের। এ বার নিউজিল্যান্ড। কিন্তু আসল পরীক্ষা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ। প্রত্যাশার চাপ অনেক অনেক বেশি থাকবে। আর ভারতের বাধা হতে পারেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। আইপিএলের গত সংস্করণে নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের মেন্টরশিপে খেলেছেন স্টার্ক। গম্ভীরকে নিয়ে বিশেষ মন্তব্য অজি পেসারের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণের মিনি অকশনে মিচেল স্টার্ককে রেকর্ড দামে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যে কারণে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। প্রশ্নবান সামলাতে হয়েছিল মেন্টর গৌতম গম্ভীরকেও। শুরুর দিকে স্টার্কের হতাশাজনক পারফরম্যান্স আরও বেশি সমালোচনার সুযোগ করে দিয়েছিল। টুর্নামেন্ট যত এগিয়েছে, ভরসার মর্যাদা দিয়েছিলেন স্টার্ক। প্লে-অফে অনবদ্য পারফরম্যান্স। এক দশক পর চ্যাম্পিয়ন হয় কেকেআর। এ বার গম্ভীরের মস্তিস্কের বিরুদ্ধে লড়াই করতে হবে বর্ডার-গাভাসকর ট্রফিতে।

অস্ট্রেলিয়ার বাঁ হাতি তারকা পেসার মিচেল স্টার্ক স্টার স্পোর্টসে গৌতম গম্ভীরকে নিয়ে বলেন, ‘কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে অভিজ্ঞতা সম্পর্কে বলতে পারি, একজন দুর্দান্ত মস্তিষ্কের মেন্টরের সঙ্গে কাজ করতে পেরেছি। সারাক্ষণ প্রতিপক্ষ সম্পর্কে ভাবতে থাকে। কীভাবে প্রতিপক্ষকে কুপোকাত করা যায়, সেটা বোলিংয়ের ক্ষেত্রে হোক বা ব্যাটিং। কোনও বিশেষ প্লেয়ার নয়, সবসময় টিমের সাফল্যে নজর থাকে।’

আইপিএলের অভিজ্ঞতা সম্পর্কে আরও যোগ করলেন, ‘ওই ন-টা সপ্তাহ দুর্দান্ত কেটেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে গম্ভীরের মস্তিষ্ক অসম্ভব ভালো। খেলার প্রতি ওর আবেগটা সবসময়ই ধরা পড়ে। ছোট্ট ছোট্ট বিষয়েও নজর রাখে।’