IPL 2021: প্লে অফে নামার আগেই ক্যাপ্টেন মর্গ্যানকে একহাত গম্ভীরের
গম্ভীরের ক্যাপ্টেন্সিতে ২ বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর (KKR)। সেই প্রাক্তন অধিনায়ক একেবারেই খুশি নন মর্গ্যানের ক্যাপ্টেন্সিতে।
নয়াদিল্লি: আর কিছুক্ষণ পরই এলিমিনেটরের (Eliminator) গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ বিরাটের (Virat Kohli) আরসিবি (Royal Challengers Bangalore)। তবে হাইভোল্টেজ ম্যাচে নামার আগেই নাইটদের নেতা ইওন মর্গ্যানকে (Eoin Morgan) একহাত গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। গম্ভীরের ক্যাপ্টেন্সিতে ২ বার আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর (KKR)। সেই প্রাক্তন অধিনায়ক একেবারেই খুশি নন মর্গ্যানের ক্যাপ্টেন্সিতে।
এক সাক্ষাত্কারে গম্ভীর বলেন, ‘আমি নিশ্চিত নই আদৌ মর্গ্যান আদৌ কোনও অধিনায়কের ভূমিকা পালন করে কিনা। ও যেটা করে সেটা একজন ভিডিও অ্যানালিস্টের কাজ। ও শুধু ভিডিও অ্যানালিস্টের কাছ থেকে জানতে চায় কি ভাবে ফিল্ড প্লেস করবে। অন দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি অনেক বড় ভূমিকা নেয়। মর্গ্যানের ভূমিকা নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই।’
বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক কোনও দিনই ভালো ছিল না। কিন্তু আরসিবি ক্যাপ্টেনের প্রশংসা শোনা যায় গম্ভীরের গলায়। এ প্রসঙ্গে কেকেআরের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমি আগে বিরাটের ক্যাপ্টেন্সি উপভোগ করতাম না। কিন্তু এখন করি। অসাধারণ নেতা। সাম্প্রতিক কালে ওর ক্যাপ্টেন্সি দেখার মতো। এই মরসুমটাই ক্যাপ্টেন বিরাটের শেষ আইপিএল। তাই আরও বেশি করে এই বছরটা উপভোগ করছে ও। অনেকটাই চাপহীন। এ বার ওর দলে ভালো বোলারও আছে।’
একই সঙ্গে সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রশংসাও শোনা যায় গৌতির গলায়। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন গম্ভীর। জিতেছেন দুটো বিশ্বকাপও। আজ রাতে আরসিবির বিরুদ্ধে ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনাল নাইট শিবিরের কাছে। কারণ এলিমিনেটরের ম্যাচ হারলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। বিরাটের আরসিবির বিরুদ্ধে নামার আগে নেতা মর্গ্যানকে কার্যত সমালোচনায় বিদ্ধ করলেন গম্ভীর।
আরও পড়ুন: IPL 2021: জাতীয় শিবিরে যোগ দেওয়ার নির্দেশ সাকিবকে, খোশমেজাজে রাসেল