IPL 2021: জাতীয় শিবিরে যোগ দেওয়ার নির্দেশ সাকিবকে, খোশমেজাজে রাসেল
এলিমিনেটরের ম্যাচ খেলতে নামার আগেই খারাপ খবর নাইট শিবিরে। সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) অবিলম্বে বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দিতে বলে সে দেশের ক্রিকেট বোর্ড। তাই আরসিবির বিরুদ্ধে বাংলাদেশের অলরাউন্ডারকে পাবে না নাইট টিম ম্যানেজমেন্ট। তবে সাকিব না খেললেও রাসেলের খেলার সম্ভাবনা জোরালো।
শারজা: ডু অর ডাই। পিছনে ফিরে তাকানোর কোনও সুযোগ নেই। জিততেই হবে। তাহলেই মিলবে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। আজ রাতে শারজার ২২ গজে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে সতর্ক নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লিগে শেষ সাক্ষাতে আরসিবিকে (Royal Challengers Bangalore) সহজেই হারায় কেকেআর। কিন্তু প্লে অফ সবসময়ই আলাদা। তাই বাড়তি সতর্ক থাকছেন মর্গ্যানরা (Eoin Morgan)।
এলিমিনেটরের ম্যাচ খেলতে নামার আগেই খারাপ খবর নাইট শিবিরে। সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) অবিলম্বে বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দিতে বলে সে দেশের ক্রিকেট বোর্ড। তাই আরসিবির বিরুদ্ধে বাংলাদেশের অলরাউন্ডারকে পাবে না নাইট টিম ম্যানেজমেন্ট। তবে সাকিব না খেললেও রাসেলের খেলার সম্ভাবনা জোরালো। এলিমিনেটরের ম্যাচের আগে ফুরফুরে মেজাজে দ্রে রাস। স্ত্রী ও কন্যার সঙ্গে সমুদ্রে সময়ও কাটিয়েছেন রাসেল (Andre Russell)। ক্যারিবিয়ান অলরাউন্ডার ফিরলে কেকেআরের শক্তিও অনেকটা বাড়বে। তবে সাকিব শেষ দুটো ম্যাচে দলে ছিলেন। তাই উইনিং কম্বিনেশন ভাঙতেই হচ্ছে নাইট রাইডার্সকে। আরসিবির ব্যাটিং-বোলিং উভয় বিভাগই চিন্তায় রাখছে কেকেআরকে। হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজরা দুরন্ত ছন্দে। তবে ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, শুভমন গিলরাও রানের মধ্যে আছেন। এটাই প্লাস পয়েন্ট দলের। বেঙ্গালোরের বোলারদের সামলাতে ভিডিও সেশনেও অনেকক্ষণ সময় কাটিয়েছেন ভেঙ্কটেশ-রাহুলরা।
অন্যদিকে বিরাট, পাড়িক্কল, ডিভিলিয়ার্স, ম্যাক্সওয়েল চার হেভিওয়েট ব্যাটসম্যানই রানের মধ্যে আছেন। সেই সঙ্গে কেএস ভরত ব্যাটিং গভীরতা বাড়িয়েছে আরসিবির। মরুশহরে প্রথম ম্যাচের আরসিবি আর এই আরসিবির মধ্যে অনেক তফাত্। শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তীরা তৈরি বেঙ্গালোরের ব্যাটিং ইউনিটে ভাঙন ধরাতে। একটাই সুযোগ। সেটা ফস্কালেই খালি হাতে ফিরতে হবে নাইটদের। মরুশহরে ভাগ্যও সঙ্গ দিচ্ছে কেকেআরকে। বিরাটদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট বুক করতে পুরোদমে তৈরি কলকাতা নাইট রাইডার্স।