কলকাতা: কয়েকদিন আগে ভারতের নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা হয়েছে। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে প্রথম বার হেড কোচ হিসেবে প্রেস কনফারেন্স করতে চলেছেন গম্ভীর। সঙ্গে থাকবেন নির্বাচক প্রধান। সোমবার শ্রীলঙ্কা পাড়ি দেবেন ভারতীয় ক্রিকেটাররা। ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টি-২০ সিরিজ। তার আগে সূর্য-ব্রিগেড লঙ্কা রওনা দেবে। প্রেস কনফারেন্স করে গুরু গম্ভীরও তাঁদের সঙ্গেই যাবেন।
ভারতীয় ক্রিকেটে নাকি মামলা গম্ভীর হ্যায়! এ কথা অবশ্য আমরা বলছি না। ভারতের শ্রীলঙ্কা সফরের আসন্ন সীমিত ওভারের সিরিজ সম্প্রচারকারী চ্যানেলে ট্যাগলাইন এটাই। দীর্ঘ ২ মাসের গুঞ্জন শেষে গৌতম ভারতের হেড কোচ হয়েছেন। তারপর তিনি ও অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি লঙ্কা সফরের জন্য যে দল বাছাই করেছেন, তা নিয়ে আলোচনা চলছেই। ফলে প্রেস কনফারেন্সে যে গম্ভীর ও আগরকরকে প্রশ্নের পাহাড়ের সম্মুখীন হতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।
‘Mamla Gambhir Hai’ – Sony tagline for India’s tour of Sri Lanka. pic.twitter.com/t0C047FTTP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 20, 2024
অতীতে দেখা গিয়েছে গৌতম গম্ভীর কোনও প্রশ্নের উত্তর না দিয়ে থাকেন না। এ বার দেখার ভারতের কোচ হিসেবে প্রথম কনফারেন্সে তিনি বিষয়, পরিস্থিতি সব কী ভাবে সামলান। সোমবার সকাল ১০টা নাগাদ গৌতম ও অজিতের প্রেস কনফারেন্স রয়েছে। কোচ হিসেবে নিজেকে সফল ও দলকে সাফল্য দিতে মুখিয়ে রয়েছেন গম্ভীর। সূর্যকুমার যাদবও টি-২০ টিমের দায়িত্ব পেয়ে আপ্লুত। টিমের জন্য সেরা পারফরম্যান্স তুলে ধরতে চান স্কাই। টিম ম্যানেজমেন্টের আস্থার মান দিতে চান স্কাই। গম্ভীরের ভরসার মান দিতে চান স্কাই। এ বার অপেক্ষা লঙ্কায় মেন ইন ব্লুর নতুন সূর্যোদয়ের।