IND vs SA, 1st Test: ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?

Eden Test: শুক্র সকালে টস ভাগ্য সঙ্গ দেয়নি শুভমন গিলের। যার ফলে প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। ইডেনে কি পয়সা উসুল প্রথম টেস্টের প্রথম দিনেপ প্রথম সেশন? জেনে নিন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

IND vs SA, 1st Test: ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?
ইডেনে কি পয়সা উসুল প্রথম দিনের প্রথম সেশন? কোন জায়গায় রয়েছে প্রোটিয়ারা?Image Credit source: PTI

Nov 14, 2025 | 2:09 PM

কলকাতা: বেশ কিছুদিন পর ইডেনে টেস্ট (Eden Test) ম্যাচ। কলকাতায় আসার পর থেকেই পিচ নিয়ে মন কষাকষি চলছিল গৌতম গম্ভীরের দলের। ইডেনের পিচ নাকি প্রতি মুহূর্তে রূপ বদলাচ্ছে। এই করতে করতেই ইডেনে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্ট। শুক্র সকালে টস ভাগ্য সঙ্গ দেয়নি শুভমন গিলের। যার ফলে প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। ইডেনে কি পয়সা উসুল প্রথম টেস্টের প্রথম দিনেপ প্রথম সেশন? জেনে নিন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

ইডেন গার্ডেন্সে পিচে অসমান বাউন্স রয়েছে। যা ব্যাটারদের সমস্যায় ফেলেছে মাঝে মাঝে। তারপরও দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালই করেছিল। এইডেন মার্করাম ও রিকলটনের ওপেনিং জুটিতে ওঠে ৬৩ বলে ৫৭ রান। ১০ ওভার অবধি উইকেটের মুখ দেখতে পায়নি ভারত। বুমরা, কুলদীপ, সিরাজরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ১০.৩ ওভারে বুমরা বোল্ড আউট করেন রায়ান রিকলটনকে। ২২ বলে ২৩ রানে মাঠ ছাড়েন রায়ান। এরপর ১২.১ ওভারে মার্করামের উইকেট যায় সেই বুমরার ঝুলিতেই। ৪৮ বলে ৩১ রান করে আউট হন মার্করাম। এরপর ক্যাপ্টেন বাভুমাকে ফেরান কুলদীপ। ব্যাট চলেনি প্রোটিয়া অধিনায়কের। ১১টি বল খেললেও রান মাত্র ৩ বাভুমার। এরপর প্রথম সেশনের শেষটা এগিয়ে নিয়ে যায় মুল্ডার ও জর্জি জুটি।

লাঞ্চ বিরতিতে প্রোটিয়াদের স্কোর ৩ উইকেটে ১০৫। খেলা হয়েছে ২৭ ওভার। তিনে নেমে উইয়ান মুল্ডার ৪৩ বলে ২২ রানে নট আউট থেকে লাঞ্চ বিরতিতে যান। আর পাঁচে নামা টনি ডি জর্জি ৩৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। এ বার দেখার দ্বিতীয় সেশনে কত দ্রুত ভারতীয় বোলাররা খেলা ঘোরাতে পারেন। ক্রিকেট মহলের অনেকেই বলাবলি করছেন, প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন বলা যায় ৫০-৫০ গেল। এ বার দেখার দিনশেষে স্কোরকার্ড কী কথা বলে।