IPL 2025, PBKS: পঞ্জাব শিবিরে বড়় ধাক্কা, মরসুমের বাকি সময়ে নেই অজি অলরাউন্ডার!
IPL 2025, CSK vs PBKS: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুপারস্টার তকমার ক্রিকেটার। এ মরসুমে তাঁকে ৪.২ কোটিতে নিয়েছিল পঞ্জাব কিংস। অতীতেও এই টিমের হয়ে খেলেছেন। যদিও পারফরম্যান্সে হতাশ করেছেন। এ মরসুমেও সেই একই হতাশার পারফরম্যান্স পঞ্জাব কিংসের অজি অলরাউন্ডারের।

দল ছন্দে। তবে অনেক প্লেয়ারই নন। পঞ্জাব কিংসেও এই সমস্যা রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুপারস্টার তকমার ক্রিকেটার। এ মরসুমে তাঁকে ৪.২ কোটিতে নিয়েছিল পঞ্জাব কিংস। অতীতেও এই টিমের হয়ে খেলেছেন। যদিও পারফরম্যান্সে হতাশ করেছেন। এ মরসুমেও সেই একই হতাশার পারফরম্যান্স পঞ্জাব কিংসের অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। ফর্মে ফেরার প্রত্যাশায় ছিলেন ম্যাক্সি। কিন্তু তিনি টুর্নামেন্টেই আর খেলতে পারবেন কি না, এই নিয়েই বড় চিন্তা। দলের আর এক অজি অলরাউন্ডার তো বলেই দিয়েছেন, ম্যাক্সওয়েলকে পাওয়ার সম্ভাবনা নেই।
চেন্নাইয়ের বিরুদ্ধে দলে রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলকে। গত ম্যাচে কলকাতায় বৃষ্টির কারণে পণ্ড হলেও ম্যাক্সিকে উপরে নামানো নিয়ে বিতর্ক হয়েছিল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসের সময়ই পঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার জানান, গ্লেন ম্যাক্সওয়েলের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। প্র্যাক্টিসে এই চোটের কারণেই তাঁকে চেন্নাইয়ের বিরুদ্ধে রাখা হয়নি বলে জানা। সঙ্গে শ্রেয়স আইয়ার আরও বলেন, ‘সম্ভবত ওকে আর এই আইপিএলে পাওয়া যাবে না।’
পঞ্জাব কিংসের আর এক অলরাউন্ডার মার্কাস স্টইনিস বলেন, ‘দুর্ভাগ্যজনক। ম্যাক্সওয়েলের আঙুল ভেঙেছে। গত ম্যাচেই প্র্যাক্টিসের আগে চোট পেয়েছিল। ও বুঝতে পারেননি চোট কতটা গুরুতর। তবে স্ক্যানের পর ফ্র্যাকচার ধরা পড়েছে। দুর্ভাগ্যজনক হলেও, আমার মনে হচ্ছে এই মরসুমে ও আর খেলতে পারবে না।’ ম্যাক্সওয়েলের পারফরম্যান্স নিয়ে অবশ্য় এ মরসুমেও প্রচুর প্রশ্ন উঠছিল। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান করেছেন পঞ্জাব কিংসের এই অলরাউন্ডার। উইকেট নিয়েছেন ৪টি।
