Fastest World Cup Century: বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি, ফর্মে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল

ICC ODI World Cup 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটাররা। তিনি ছন্দে কবে ফিরবেন, চলছিল আলোচনা। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) শুধু রানে ফিরলেন তা-ই নয়, ভেঙে দিলেন বিশ্বকাপ রেকর্ডও।

Fastest World Cup Century: বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি, ফর্মে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল
Fastest World Cup Century: বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি, ফর্মে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েলImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 7:35 PM

নয়াদিল্লি: ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) চলছে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ— এমন কাণ্ডই চলছে। প্রতি ম্যাচেই হচ্ছে ভুরিভুরি রেকর্ড। নেদারল্যান্ডসের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটাররা। তিনি ছন্দে কবে ফিরবেন, চলছিল আলোচনা। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) শুধু রানে ফিরলেন তা-ই নয়, ভেঙে দিলেন বিশ্বকাপ রেকর্ডও। ডাচদের বিরুদ্ধে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করে ফেললেন ম্যাক্সি। মাত্র ৪০ বলে নতুন রেকর্ড তাঁর। ভাঙলেন কয়েকদিন আগে ৪৯ বলে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কব়্যামের করা রেকর্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ডাচদের বিরুদ্ধে ছয় নম্বরে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ২৭ বলে হাফসেঞ্চুরি করেন। এরপর বাকি ১৩ বলে শতরান পূর্ণ করেন ম্যাক্সওয়েল। রীতিমতো তিনি নাকানিচোবানি খাওয়ান ডাচ বোলারদের। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে শেষ অবধি ১০৬ রান করে মাঠ ছাড়েন ম্যাক্সি। অজি তারকার ব্যাটে আজ এসেছে ৯টি চার ও ৮টি ছয়।

এতদিন ওডিআই বিশ্বকাপে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড ছিল এইডেন মার্কব়্যামের নামে। তিনি চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে শতরান করেছিলেন। মার্কব়্যামের থেকে ৯ বল কম খেলে ম্যাক্সি ছাপিয়ে গেলেন তাঁকে। গ্লেন ম্যাক্সওয়েল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮০ থেকে ১০০ রানে পৌঁছনোর জন্য নেন মাত্র ৪টি বল। অন্যান্য সময় ক্রিকেটারদের যেখানে ৮০ থেকে ১০০ রানে পৌঁছতে অনেকটাই সময় লেগে যায়। আবার অনেক সময় ৮০-র পর ক্রিকেটাররা একটু ধীরেও খেলেন। কিন্তু ম্যাক্সি ও সবের বালাই রাখেননি। পরপর ২টি চার ও ২টি ছয় সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন ম্যাক্সওয়েল।

উল্লেখ্য, টস জিতে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে অস্ট্রলিয়া। এই ম্যাচে ম্যাক্সওয়েলের পাশাপাশি শতরান করেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নাররও।