AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের তামিল আমন্ত্রণপত্র ভাইরাল, দেখুন ছবি

ভারতীয় বাগদত্তা ভিনি রমনকে (Vini Raman) বিয়ে করতে চলেছে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তামিল ভাষায় লেখা তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র (Invitation Card) সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের তামিল আমন্ত্রণপত্র ভাইরাল, দেখুন ছবি
গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের তামিল আমন্ত্রণপত্র ভাইরাল, দেখুন ছবি
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 2:35 PM
Share

নয়াদিল্লি: ভারতীয় বাগদত্তা ভিনি রমনকে (Vini Raman) বিয়ে করতে চলেছে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তামিল ভাষায় লেখা তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র (Invitation Card) সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সেই আমন্ত্রণ পত্র থেকেই জানা যাচ্ছে, আগামী ২৭ মার্চ মেলবোর্নেই অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। ব্ল্যাকবার্ন রোডের একটি ম্যারেজ হলে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিনি এবং ম্যাক্সওয়েল।

দেখুন ম্যাক্সওয়েলের বিয়ের কার্ড:

২০১৭ সাল থেকে একে অপরকে ডেট করে চলেছেন ম্যাক্সি-ভিনি। ২০২০ সালের মেলবোর্নে ভারতীয় রীতিতে ম্যাক্সওয়েল ও ভিনির বাগদান হয়েছিল। কিন্তু করোনার কারণে ওই সময় বিয়ে হয়নি তাঁদের। এ বার তাঁদের বিয়েও হবে ভারতীয় রীতি মেনেই। ভিনি তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। চেন্নাইয়ে তাঁদের বাড়ি। কিন্তু তাঁর জন্ম অস্ট্রেলিয়াতেই। ভিক্টোরিয়ার মেন্টোন গার্স সেকেন্ডারি কলেজে তাঁর পড়াশোনা। ভিনি পেশায় চিকিৎসক।

গত বার আইপিএলে আরসিবির হয়ে খেলেছিলেন ম্যাক্সি। এ বারের রিটেনশনে তাঁকে ধরে রেখেছে আরসিবি। বিরাট নিজের ইচ্ছেতেই আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেন গত মরসুমেই। মনে করা হচ্ছিল ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সির ব্যাটন ম্যাক্সির হাতে উঠতে পারে। তবে এ বারের নিলাম থেকে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু’প্লেসিকে তুলে নিয়েছে আরসিবি। ফলে ক্রিকেটমহলের একাংশ মনে করছে আরসিবির নতুন নেতা ম্যাক্স নয়, হতে পারেন দু’প্লেসি।

আরও পড়ুন: IPL 2022 Auction Unsold Players: আইপিএলের মেগা নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত

আরও পড়ুন: RCB, IPL 2022 Auction: এক নজরে দেখে নিন, নিলাম থেকে কেমন দল সাজাল আরসিবি

আরও পড়ুন: Abhinav Manohar, IPL 2022 Auction: অভিনব মনোহরের অবিশ্বাস্য উত্তরণ