AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ম্যাকগ্রার বোলিং স্কুলেই ধারাল হয়েছেন প্রসিধ

ম্যাকগ্রার হাত ধরেই উঠে আসা প্রসিধের। ২০১৭ সালে এমআরএফ পেস অ্যাকাডেমিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তির কোচিংয়েও ছিলেন বেশ কিছু দিন। ২০১৯ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সেও ছিলেন । বোলার হিসেবে যা ধারাল ও পরিণত করে তুলেছেন কর্নাটকের পেসারকে।

ম্যাকগ্রার বোলিং স্কুলেই ধারাল হয়েছেন প্রসিধ
ছবি-টুইটার
| Updated on: Mar 24, 2021 | 11:19 PM
Share

নয়াদিল্লি: অভিষেকেই চমকে দেওয়া বোলিং করেছেন প্রসিধ কৃষ্ণা। প্রথম ম্যাচ খেলতে নেমেই সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডও (৪-৫৪) করেছেন। যা দেখে গ্লেন ম্যাকগ্রা টুইটারে তাঁকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিষেক ম্যাচেই সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। অভিনন্দন।’

View this post on Instagram

A post shared by Glenn McGrath (@glennmcgrath11)

ঘটনা হল, এই ম্যাকগ্রার হাত ধরেই উঠে আসা প্রসিধের। ২০১৭ সালে এমআরএফ পেস অ্যাকাডেমিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তির কোচিংয়েও ছিলেন বেশ কিছু দিন। ২০১৯ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অফ এক্সেলেন্সেও ছিলেন । বোলার হিসেবে যা ধারাল ও পরিণত করে তুলেছেন কর্নাটকের পেসারকে। তারই সুফল পাচ্ছেন প্রসিধ। কলকাতা নাইট রাইডার্সের পেসার বলেছেন, ‘ম্যাকগ্রার কোচিংয়ে দুটো জিনিস শিখেছিলাম। নিজেকে ঠান্ডা রাখা ও লাইন-লেন্থ ঠিক রাখা।’

আরও পড়ুন:চোট সারিয়ে কোর্টে ফিরে জয় সাইনার

ভারতের জার্সিতে নেমে প্রসিধ প্রথম দিন থেকেই নজর কেড়ে নিয়েছেন। মাঠে মাথা ঠান্ডা রাখেন। ম্যাকগ্রার বোলিং স্কুলের ছাত্র তাঁর স্যার সম্পর্কে বলেছেন, ‘সব সময় একটাই কথা বলতেন ম্যাকগ্রা, ধারাবাহিক হওয়ার চেষ্টা করো। ওঁর কাছেই শিখেছি, বর্তমানে বাঁচা উচিত। যে কোনও বোলারের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’