Virat Kohli-Anushka Sharma: ভিডিয়ো: মাইলফলক ম্যাচে হতাশা, বিরাটের আউটে মাথায় হাত অনুষ্কার
Watch Video: দুবাইতে বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচ দেখতে গিয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। সঙ্গে গিয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলিও। বিরাটের ব্যাট না চলায় অনুষ্কা-বিকাশদের হতাশ হতে হয়েছে।

দুবাই: মাইলস্টোন ম্যাচ প্রত্যেকে স্মরণীয় করে রাখতে চান। কিন্তু তেমন ম্যাচে যদি ব্যাট না চলে… তা হলে হতাশা ছাড়া আর কিছু আসে না। ঠিক যেমনটা হচ্ছে এখন কিং কোহলির সঙ্গে। মরুশহরে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) গ্রুপ পর্বের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে খেলছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ওডিআই কেরিয়ারের ৩০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। অনেকেই আশা করেছিলেন এই ম্যাচে বিরাটের ব্যাটে আসবে সেঞ্চুরি। দুবাইতে বিরাটের স্পেশাল ম্যাচ দেখতে গিয়েছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। মাত্র ১১ রান করে কোহলি আউট হতেই চমকে যান অনুষ্কা। তাঁর চোখে মুখে ফুটে ওঠে হতাশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
Another Stunner catch from Glenn phillips in icc to dismiss virat Kohli #ViratKohli #ViratKohli𓃵 #INDvsNZ pic.twitter.com/2lf86dTITC
— Bittu Yadav (@Priteshkryadav5) March 2, 2025
ভারতের ইনিংসের ৬.৪ ওভারে ম্যাট হেনরি তুলে নেন বিরাট কোহলি। ব্যাকওয়ার্ড পয়েন্টে এক হাতে দারুণ ক্যাচ নেন গ্লেন ফিলিপস। যা দেখে রীতিমতো চমকে যান বিরাট। তাঁকে দেখে মনে হচ্ছিল বিশ্বাসই করতে পারছেন না যে তিনি আউট হয়ে গিয়েছেন। বিরাট আউট হতেই টেলিভিশন ক্যামেরা ঘোরে স্ট্যান্ডে থাকা অনুষ্কার দিকে। তাঁর পাশেই বসেছিলেন বিরাটের দাদা বিকাশ কোহলি। বিরাট আউট হওয়ার পর অনুষ্কার পাশাপাশি কোহলির দাদাও খুব হতাশ হন।
The reaction of Virat Kohli and Anushka Sharma on Glenn Phillips’ stunner. pic.twitter.com/gw6B09bHRo
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 2, 2025
Anushka Sharma saying BC when Kohli’s catch was taken by Phillips is crazy 😭😭😭😭 pic.twitter.com/QVfvtTl8Sn
— 🕉️🚗 (@lil_om1) March 2, 2025
