Virat Kohli: ফিলিপসের অনবদ্য ক্যাচ, ‘ট্রিপল সেঞ্চুরি’র ম্যাচে ফ্লপ বিরাট কোহলির ব্যাট

ICC Champions Trophy 2025: দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। এই ম্যাচ বিরাট কোহলির কাছে ভীষণ স্পেশাল। কিন্তু মাইলস্টোন ম্যাচে বড় ইনিংস উপহার দিতে পারলেন না তিনি।

Virat Kohli: ফিলিপসের অনবদ্য ক্যাচ, ট্রিপল সেঞ্চুরির ম্যাচে ফ্লপ বিরাট কোহলির ব্যাট
ফিলিপসের অনবদ্য ক্যাচ, 'ট্রিপল সেঞ্চুরি'র ম্যাচে ফ্লপ বিরাট কোহলির ব্যাট

Mar 02, 2025 | 3:32 PM

দুবাই: কিং কোহলির মাইলফলক ম্যাচ। উত্তেজনায় ফুটছিলেন কোহলি প্রেমীরা। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ম্যাচে যখন কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় ওভারে আউট হলেন শুভমন গিল, সেই সময় গ্যালারিতে থাকা ভারতীয় ক্রিকেট প্রেমীরা তুললেন বিরাটের নামে স্লোগান। কারণ? সেই সময় কেরিয়ারের ৩০০তম ওডিআই ম্যাচ খেলতে মাঠে নামছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর এই স্পেশাল ম্যাচে অনুরাগীদের ভরপুর প্রত্যাশা ছিল। কিন্তু বেশিক্ষণ ক্রিজে কাটাতেই পারলেন না বিরাট। সপ্তম ওভারেই বিরাটকে ফিরিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন কিউয়ি ক্রিকেটাররা। এক হাতে অনবদ্য ক্যাচ নেন গ্লেন ফিলিপস। যার ফলে কোহলির ব্যাট মাইলস্টোন ম্যাচে জ্বলে ওঠার আগেই গেল নিভে।

৬.৩ ওভারে ম্যাট হেনরির বলে বাউন্ডারি হাঁকান কোহলি। এরপরের বলে শুধুই হতাশা। ৬.৪ ওভারে হেনরি তুলে নেন বিরাটের উইকেট। ব্যাকওয়ার্ড পয়েন্টে এক হাতে বিরাট কোহলির ক্যাচ তালুবন্দি করেন গ্লেন ফিলিপস। ডানদিকে শরীর ভাসিয়ে দিয়ে সফল ক্যাচ নেন ফিলিপস। এই ভাবে আউট হয়ে কোহলি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে ফিলিপসের দিকে তাকিয়েছিলেন। মাত্র ১৪ বলে ১১ রান করে মাঠ ছাড়েন বিরাট।

উল্লেখ্য, এর আগে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একটি দুরন্ত ক্যাচ নিয়েছিলেন গ্লেন ফিলিপস। সে বার তিনি বাঁ হাতে নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের ক্যাচ। আজ, ফিলিপস ডান হাতে বিরাটের ক্যাচ নেওয়ার পর ধারাভাষ্যকারদের মুখে কিউয়ি তারকার নেওয়া রিজওয়ানের কথা উঠে আসে। কোহলি যখন আউট হলেন, সেই সময় দলের স্কোর ৩ উইকেটে ৩০। এ বার দেখার মেন ইন ব্লু রোহিত-কোহলি-গিলের উইকেট হারিয়ে ম্যাচ বের করতে পারে কিনা।